ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় জুয়া খেলা ও মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরিফুল ইসলাম হিটলু হত্যাকাণ্ডের শিকার হন ১৬ এপ্রিল। এ ঘটনায় ২৫ দিন পেরিয়ে গেছে। এখন পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে ঘাতকেরা। অবশেষে মামলাটি ধুনট থানা থেকে বগুড়া অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।
এদিকে আরিফুল ইসলাম হিটলুর স্ত্রী জানিয়েছেন মামলার আসামিরা প্রকাশ্য ঘোরাফেরা করলেও পুলিশ তাঁদের ধরছে না। পুলিশের দাবি, মামলার আসামিরা পলাতক।
গতকাল সোমবার সকালের দিকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, নিখুঁত তদন্তের স্বার্থে সিআইডি মামলাটি হস্তান্তর চায়। এ কারণে আইনি প্রক্রিয়া শেষে ২৮ এপ্রিল মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আরিফুল ইসলাম হিটলুর (৩৮) পেশা ছিল জুয়া খেলা ও মাদক ব্যবসা। প্রতিবেশী আব্দুল মালেক ছিল তাঁর অংশীদার। ব্যবসার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে কয়েক মাস আগে থেকে তাঁদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’জন পৃথক দল গঠন করে।
এ অবস্থায় আব্দুল মালেকের দলের আওয়ামী লীগ নেতা নবাব আলীকে শবে বরাতের রাতে অপহরণের চেষ্টা করে হিটলু ও তাঁর লোকজন। এদিকে ১৬ এপ্রিল সন্ধ্যার দিকে হিটলু ও তাঁর লোকজন আব্দুল মালেককে কুপিয়ে জখম করে। এতে হিটলুর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে আব্দুল মালেক, নবাব আলী ও তাঁর লোকজন। তাঁদের লোক সংঘবদ্ধ হয়ে ওই দিন রাত ৯টার দিকে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে রাস্তায় হিটলুকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় হিটলুর স্ত্রী শেফালী খাতুন বাদী হয়ে ১৯ এপ্রিল উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের নবাব আলীসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে বগুড়া প্রেসক্লাবে গত রোববার সংবাদ সম্মেলন করেছেন শেফালী খাতুন। তিনি বলেন, মামলার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় বাস করছেন। তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।
বগুড়ার ধুনট উপজেলায় জুয়া খেলা ও মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরিফুল ইসলাম হিটলু হত্যাকাণ্ডের শিকার হন ১৬ এপ্রিল। এ ঘটনায় ২৫ দিন পেরিয়ে গেছে। এখন পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে ঘাতকেরা। অবশেষে মামলাটি ধুনট থানা থেকে বগুড়া অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।
এদিকে আরিফুল ইসলাম হিটলুর স্ত্রী জানিয়েছেন মামলার আসামিরা প্রকাশ্য ঘোরাফেরা করলেও পুলিশ তাঁদের ধরছে না। পুলিশের দাবি, মামলার আসামিরা পলাতক।
গতকাল সোমবার সকালের দিকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, নিখুঁত তদন্তের স্বার্থে সিআইডি মামলাটি হস্তান্তর চায়। এ কারণে আইনি প্রক্রিয়া শেষে ২৮ এপ্রিল মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আরিফুল ইসলাম হিটলুর (৩৮) পেশা ছিল জুয়া খেলা ও মাদক ব্যবসা। প্রতিবেশী আব্দুল মালেক ছিল তাঁর অংশীদার। ব্যবসার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে কয়েক মাস আগে থেকে তাঁদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’জন পৃথক দল গঠন করে।
এ অবস্থায় আব্দুল মালেকের দলের আওয়ামী লীগ নেতা নবাব আলীকে শবে বরাতের রাতে অপহরণের চেষ্টা করে হিটলু ও তাঁর লোকজন। এদিকে ১৬ এপ্রিল সন্ধ্যার দিকে হিটলু ও তাঁর লোকজন আব্দুল মালেককে কুপিয়ে জখম করে। এতে হিটলুর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে আব্দুল মালেক, নবাব আলী ও তাঁর লোকজন। তাঁদের লোক সংঘবদ্ধ হয়ে ওই দিন রাত ৯টার দিকে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে রাস্তায় হিটলুকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় হিটলুর স্ত্রী শেফালী খাতুন বাদী হয়ে ১৯ এপ্রিল উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের নবাব আলীসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে বগুড়া প্রেসক্লাবে গত রোববার সংবাদ সম্মেলন করেছেন শেফালী খাতুন। তিনি বলেন, মামলার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় বাস করছেন। তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪