শ্যামপুর-কদমতলী প্রতিনিধি
উত্তর যাত্রাবাড়ীর কয়েকটি এলাকার জলাবদ্ধতা নিরসনে নর্দমা সংস্কার করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের ধলপুর বৌবাজার থেকে কাজলারপাড় পর্যন্ত সুতিখালপাড় সড়ক এবং সুতিখালপাড় চৌরাস্তা থেকে যাত্রাবাড়ী শহীদ জিয়া স্কুল পর্যন্ত সড়কে প্রায় আট মাস আগে কাজ শুরু হয়েছে। কিন্তু কাজের ধীর গতির কারণে ওয়ার্ড দুটির বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিন দেখা যায়, ডিএসসিসির অঞ্চল-৫-এর ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর এলাকার জলাবদ্ধতা নিরসনে কয়েকটি প্রজেক্টের কাজ চলছে। এসটিএফএ ও অনলাইন ট্রেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো করছে। ধলপুর বৌবাজার থেকে শুরু হয়ে কাজলারপাড় পর্যন্ত সুতিখালপাড় সড়ক এবং সুতিখালপাড় চৌরাস্তা থেকে যাত্রাবাড়ী শহীদ জিয়া স্কুল পর্যন্ত সড়কে কাজ চলছে। সড়কগুলো কেটে গভীর করা হয়েছে। অনেক স্থানে মানুষজনকে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। বিশেষ করে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিশু ও বয়স্কদের। সড়ক দুটিতে কোনো ধরনের যানবাহন চলতে না পারায় ঘনবসতি এ এলাকায় অসুস্থ ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে বেকায়দায় পড়তে হচ্ছে স্বজনদের। এ ছাড়া ড্রেনেজ পাইপ স্থাপনের পর বালু না দিয়ে পরিত্যক্ত স্ল্যাব, সুরকি, ইট দিয়ে শিডিউলবহির্ভূত কাজ করতে দেখা যায়। এতে পাইপের পাশের গর্ত ঠিকমতো পূরণ হচ্ছে না। সংস্কার শেষে সড়কে যানবাহন চলাচল করলে ড্রেনেজের পাইপ ভেঙে পুনরায় বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হবে বলে মনে করেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার দায়সারাভাবে কাজ করছেন। বাসিন্দাদের যে সুবিধার জন্য প্যাকেজ গ্রহণ করা হয়েছে, তার কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন তাঁরা।
বৌবাজার এলাকার বাসিন্দা আবদুল মালেক বলেন, ‘জনবহুল এ এলাকায় দীর্ঘদিন রাস্তা কেটে ধীর গতিতে কাজ করায় এলাকাবাসীর চলাচলে সমস্যা হচ্ছে। আমরা চাই কাজ দ্রুত শেষ হোক।’
মুদি ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ‘ঠিকাদার কচ্ছপ গতিতে সড়কে প্রায় আট মাস ধরে কাজ করছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় দোকানে চাল, আটাসহ মালামাল ওঠাতে পারছি না। বেচাকেনা না থাকায় দোকানের পুঁজি ভেঙে খাচ্ছি।’
এ ব্যাপারে ঠিকাদার শরিফ বলেন, সরু এসব সড়কের নিচে পানি ও গ্যাসের লাইনের পাইপ সরিয়ে পুনঃস্থাপন করতে দুই মাস পেরিয়ে যায়। এখানে মানসম্পন্ন কাজ হচ্ছে। যথাসময়ে কাজ শেষ হবে বলে আশা করেন তিনি।
৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু বলেন, ধীর গতিতে কাজ চলায় জনদুর্ভোগ বেড়েই চলেছে। প্রকল্পটি বড় হওয়ায় সময় বেশি লাগছে। তবে তাড়াতাড়ি কাজ শেষ করতে তিনিও তদারকি করছেন।
ডিএসসিসির অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় বলেন, ‘কাজে কোনো ধরনের অনিয়ম হতে দেওয়া যাবে না। দ্রুত কাজ চলছে। আশা করি, খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে।’
উত্তর যাত্রাবাড়ীর কয়েকটি এলাকার জলাবদ্ধতা নিরসনে নর্দমা সংস্কার করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের ধলপুর বৌবাজার থেকে কাজলারপাড় পর্যন্ত সুতিখালপাড় সড়ক এবং সুতিখালপাড় চৌরাস্তা থেকে যাত্রাবাড়ী শহীদ জিয়া স্কুল পর্যন্ত সড়কে প্রায় আট মাস আগে কাজ শুরু হয়েছে। কিন্তু কাজের ধীর গতির কারণে ওয়ার্ড দুটির বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিন দেখা যায়, ডিএসসিসির অঞ্চল-৫-এর ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর এলাকার জলাবদ্ধতা নিরসনে কয়েকটি প্রজেক্টের কাজ চলছে। এসটিএফএ ও অনলাইন ট্রেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো করছে। ধলপুর বৌবাজার থেকে শুরু হয়ে কাজলারপাড় পর্যন্ত সুতিখালপাড় সড়ক এবং সুতিখালপাড় চৌরাস্তা থেকে যাত্রাবাড়ী শহীদ জিয়া স্কুল পর্যন্ত সড়কে কাজ চলছে। সড়কগুলো কেটে গভীর করা হয়েছে। অনেক স্থানে মানুষজনকে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। বিশেষ করে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিশু ও বয়স্কদের। সড়ক দুটিতে কোনো ধরনের যানবাহন চলতে না পারায় ঘনবসতি এ এলাকায় অসুস্থ ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে বেকায়দায় পড়তে হচ্ছে স্বজনদের। এ ছাড়া ড্রেনেজ পাইপ স্থাপনের পর বালু না দিয়ে পরিত্যক্ত স্ল্যাব, সুরকি, ইট দিয়ে শিডিউলবহির্ভূত কাজ করতে দেখা যায়। এতে পাইপের পাশের গর্ত ঠিকমতো পূরণ হচ্ছে না। সংস্কার শেষে সড়কে যানবাহন চলাচল করলে ড্রেনেজের পাইপ ভেঙে পুনরায় বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হবে বলে মনে করেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার দায়সারাভাবে কাজ করছেন। বাসিন্দাদের যে সুবিধার জন্য প্যাকেজ গ্রহণ করা হয়েছে, তার কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন তাঁরা।
বৌবাজার এলাকার বাসিন্দা আবদুল মালেক বলেন, ‘জনবহুল এ এলাকায় দীর্ঘদিন রাস্তা কেটে ধীর গতিতে কাজ করায় এলাকাবাসীর চলাচলে সমস্যা হচ্ছে। আমরা চাই কাজ দ্রুত শেষ হোক।’
মুদি ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ‘ঠিকাদার কচ্ছপ গতিতে সড়কে প্রায় আট মাস ধরে কাজ করছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় দোকানে চাল, আটাসহ মালামাল ওঠাতে পারছি না। বেচাকেনা না থাকায় দোকানের পুঁজি ভেঙে খাচ্ছি।’
এ ব্যাপারে ঠিকাদার শরিফ বলেন, সরু এসব সড়কের নিচে পানি ও গ্যাসের লাইনের পাইপ সরিয়ে পুনঃস্থাপন করতে দুই মাস পেরিয়ে যায়। এখানে মানসম্পন্ন কাজ হচ্ছে। যথাসময়ে কাজ শেষ হবে বলে আশা করেন তিনি।
৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু বলেন, ধীর গতিতে কাজ চলায় জনদুর্ভোগ বেড়েই চলেছে। প্রকল্পটি বড় হওয়ায় সময় বেশি লাগছে। তবে তাড়াতাড়ি কাজ শেষ করতে তিনিও তদারকি করছেন।
ডিএসসিসির অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় বলেন, ‘কাজে কোনো ধরনের অনিয়ম হতে দেওয়া যাবে না। দ্রুত কাজ চলছে। আশা করি, খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪