দেশ নাটকের সাড়াজাগানো নাটক ‘নিত্যপুরাণ’। মহাভারতের একলব্য আখ্যান উপজীব্য করে রচিত হয়েছে নাটকটি। এক বছর পর আবারও মঞ্চে ফিরছে নিত্যপুরাণ। আগামীকাল ১৬ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটির ১২৭তম মঞ্চায়ন।
মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র পঞ্চপাণ্ডব, দ্রৌপদী ও দ্রোণকে নিয়ে নতুন একটি আখ্যান রচনা করেছেন মাসুম রেজা। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্যের কথা মহাভারতে প্রায় অনুল্লেখিত এবং ক্ষুদ্র একটি অংশ। কিন্তু নিম্নবর্ণের সন্তান একলব্য নিত্যপুরাণ নাটকের কেন্দ্রীয় চরিত্র। যুদ্ধবিদ্যা শিক্ষার জন্য দ্রোণাচার্যের কাছে গেলে নিচু জাত বলে একলব্যকে শিষ্য হিসেবে বরণ করেনি সে। দ্রোণাচার্যের শিষ্য অর্জুন ধনুর্বিদ্যায় একলব্যের কাছে পরাজিত হয়। অস্ত্র প্রতিযোগিতার শর্ত অনুসারে পঞ্চপাণ্ডব মৃত্যুর মুখোমুখি হয়। কিন্তু দ্রোণাচার্যের কুটিলতায় পঞ্চপাণ্ডবের জীবন বেঁচে যায়। মহাভারতের এই ক্ষুদ্র উপাখ্যানকে নাট্যরূপ দিয়েছেন লেখক। রচনার পাশাপাশি নাটকটির নির্দেশনাও দিয়েছেন মাসুম রেজা। ২০০১ সালে প্রথম মঞ্চে আসে নিত্যপুরাণ।
মাসুম রেজা বলেন, ‘একলব্য আখ্যান মহাভারতের অতি ক্ষুদ্র একটি অংশ। কিন্তু একলব্যের এই অতি ক্ষুদ্র মর্মগাথার যে অন্তর্গত সত্য ও শক্তি, তা মহাভারতের ব্যাপকতাকেও যেন ছাপিয়ে যায়। মহাভারত পাঠকালে একলব্যকে খুব কাছের চরিত্র মনে হয়েছে। মনে হয়েছে এ যেন আমি, এ যেন আমরা, সাধারণ মানুষ। একলব্যকে আমার দেখতে ইচ্ছা হয়েছে অন্যভাবে, পাণ্ডব কিংবা কৌরবদের চেয়েও কুশলী বীররূপে। এ নাটকে আমি সর্বতোভাবে সে চেষ্টাই করেছি।’
দেশ নাটকের সাড়াজাগানো নাটক ‘নিত্যপুরাণ’। মহাভারতের একলব্য আখ্যান উপজীব্য করে রচিত হয়েছে নাটকটি। এক বছর পর আবারও মঞ্চে ফিরছে নিত্যপুরাণ। আগামীকাল ১৬ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটির ১২৭তম মঞ্চায়ন।
মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র পঞ্চপাণ্ডব, দ্রৌপদী ও দ্রোণকে নিয়ে নতুন একটি আখ্যান রচনা করেছেন মাসুম রেজা। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্যের কথা মহাভারতে প্রায় অনুল্লেখিত এবং ক্ষুদ্র একটি অংশ। কিন্তু নিম্নবর্ণের সন্তান একলব্য নিত্যপুরাণ নাটকের কেন্দ্রীয় চরিত্র। যুদ্ধবিদ্যা শিক্ষার জন্য দ্রোণাচার্যের কাছে গেলে নিচু জাত বলে একলব্যকে শিষ্য হিসেবে বরণ করেনি সে। দ্রোণাচার্যের শিষ্য অর্জুন ধনুর্বিদ্যায় একলব্যের কাছে পরাজিত হয়। অস্ত্র প্রতিযোগিতার শর্ত অনুসারে পঞ্চপাণ্ডব মৃত্যুর মুখোমুখি হয়। কিন্তু দ্রোণাচার্যের কুটিলতায় পঞ্চপাণ্ডবের জীবন বেঁচে যায়। মহাভারতের এই ক্ষুদ্র উপাখ্যানকে নাট্যরূপ দিয়েছেন লেখক। রচনার পাশাপাশি নাটকটির নির্দেশনাও দিয়েছেন মাসুম রেজা। ২০০১ সালে প্রথম মঞ্চে আসে নিত্যপুরাণ।
মাসুম রেজা বলেন, ‘একলব্য আখ্যান মহাভারতের অতি ক্ষুদ্র একটি অংশ। কিন্তু একলব্যের এই অতি ক্ষুদ্র মর্মগাথার যে অন্তর্গত সত্য ও শক্তি, তা মহাভারতের ব্যাপকতাকেও যেন ছাপিয়ে যায়। মহাভারত পাঠকালে একলব্যকে খুব কাছের চরিত্র মনে হয়েছে। মনে হয়েছে এ যেন আমি, এ যেন আমরা, সাধারণ মানুষ। একলব্যকে আমার দেখতে ইচ্ছা হয়েছে অন্যভাবে, পাণ্ডব কিংবা কৌরবদের চেয়েও কুশলী বীররূপে। এ নাটকে আমি সর্বতোভাবে সে চেষ্টাই করেছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫