Ajker Patrika

সংস্কারের জন্য লেন বন্ধ ১৫ কিলোমিটার যানজট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সংস্কারের জন্য লেন বন্ধ ১৫ কিলোমিটার যানজট

সংস্কারের জন্য ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন বন্ধ থাকায় সীতাকুণ্ডের ১৫ কিলোমিটার অংশে গতকাল রোববার তীব্র যানজটের সৃষ্টি হয়। জটে আটকা পড়ে দূরপাল্লার অসংখ্য বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এসব যানবাহনের যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।

মহাসড়কের বাংলাবাজার এলাকায় এই সংস্কারকাজ চলছে। সকাল নয়টা থেকে শুরু হয় এই যানজট। প্রায় আট ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

সড়ক সংস্কার কাজে নিয়োজিত কর্মীরা বলেন, মহাসড়কের বাংলাবাজার এলাকা থেকে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার এলাকায় চট্টগ্রামমুখী লেনে সংস্কারকাজ চলছে। এতে ওই এক কিলোমিটার অংশে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ রাখা হয়। আর ওই লেন দিয়ে চলা যানবাহনগুলোও ঢাকামুখী লেন দিয়ে চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিকেলে কাজ বন্ধ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়কে জটে আটকে থাকা একটি লরির চালক রফিকুল ইসলাম জানান, সংস্কার কাজের কারণেই সকাল থেকে মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানজটে আটকা পড়েন তিনি। টানা ছয় ঘণ্টা যানজটে আটকা থাকার পর অনেকটা মন্থর গতিতে থেমে থেমে  ঢাকামুখী লেন দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন তিনি।

যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহানো সাংবাদিক কামরুল ইসলাম দুলু বলেন, চট্টগ্রাম শহরে যেতে বেলা ১১টায় বার আউলিয়া এলাকা থেকে বাসে ওঠেন তিনি। কিন্তু যানজটে আটকা পড়ে দুই ঘণ্টা পর ফৌজদারহাট এলাকায় পৌঁছান। সেখানে দুই ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকার পরও জট থেকে মুক্তি পাননি। এরপর উল্টো পথে চলা গাড়িতে করে তিনি চট্টগ্রামে পৌঁছান।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, সড়ক ও জনপথ বিভাগ পূর্ব ঘোষণা ছাড়াই সড়কের এক পাশ বন্ধ করে সংস্কারকাজ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ফলে জটে আটকা পড়ে কিছুটা সমস্যায় পড়তে হয় যাত্রীদের। তবে বিকেলে কাজ বন্ধ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত