সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সংস্কারের জন্য ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন বন্ধ থাকায় সীতাকুণ্ডের ১৫ কিলোমিটার অংশে গতকাল রোববার তীব্র যানজটের সৃষ্টি হয়। জটে আটকা পড়ে দূরপাল্লার অসংখ্য বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এসব যানবাহনের যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।
মহাসড়কের বাংলাবাজার এলাকায় এই সংস্কারকাজ চলছে। সকাল নয়টা থেকে শুরু হয় এই যানজট। প্রায় আট ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
সড়ক সংস্কার কাজে নিয়োজিত কর্মীরা বলেন, মহাসড়কের বাংলাবাজার এলাকা থেকে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার এলাকায় চট্টগ্রামমুখী লেনে সংস্কারকাজ চলছে। এতে ওই এক কিলোমিটার অংশে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ রাখা হয়। আর ওই লেন দিয়ে চলা যানবাহনগুলোও ঢাকামুখী লেন দিয়ে চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিকেলে কাজ বন্ধ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়কে জটে আটকে থাকা একটি লরির চালক রফিকুল ইসলাম জানান, সংস্কার কাজের কারণেই সকাল থেকে মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানজটে আটকা পড়েন তিনি। টানা ছয় ঘণ্টা যানজটে আটকা থাকার পর অনেকটা মন্থর গতিতে থেমে থেমে ঢাকামুখী লেন দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন তিনি।
যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহানো সাংবাদিক কামরুল ইসলাম দুলু বলেন, চট্টগ্রাম শহরে যেতে বেলা ১১টায় বার আউলিয়া এলাকা থেকে বাসে ওঠেন তিনি। কিন্তু যানজটে আটকা পড়ে দুই ঘণ্টা পর ফৌজদারহাট এলাকায় পৌঁছান। সেখানে দুই ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকার পরও জট থেকে মুক্তি পাননি। এরপর উল্টো পথে চলা গাড়িতে করে তিনি চট্টগ্রামে পৌঁছান।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, সড়ক ও জনপথ বিভাগ পূর্ব ঘোষণা ছাড়াই সড়কের এক পাশ বন্ধ করে সংস্কারকাজ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ফলে জটে আটকা পড়ে কিছুটা সমস্যায় পড়তে হয় যাত্রীদের। তবে বিকেলে কাজ বন্ধ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
সংস্কারের জন্য ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন বন্ধ থাকায় সীতাকুণ্ডের ১৫ কিলোমিটার অংশে গতকাল রোববার তীব্র যানজটের সৃষ্টি হয়। জটে আটকা পড়ে দূরপাল্লার অসংখ্য বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এসব যানবাহনের যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।
মহাসড়কের বাংলাবাজার এলাকায় এই সংস্কারকাজ চলছে। সকাল নয়টা থেকে শুরু হয় এই যানজট। প্রায় আট ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
সড়ক সংস্কার কাজে নিয়োজিত কর্মীরা বলেন, মহাসড়কের বাংলাবাজার এলাকা থেকে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার এলাকায় চট্টগ্রামমুখী লেনে সংস্কারকাজ চলছে। এতে ওই এক কিলোমিটার অংশে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ রাখা হয়। আর ওই লেন দিয়ে চলা যানবাহনগুলোও ঢাকামুখী লেন দিয়ে চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিকেলে কাজ বন্ধ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়কে জটে আটকে থাকা একটি লরির চালক রফিকুল ইসলাম জানান, সংস্কার কাজের কারণেই সকাল থেকে মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানজটে আটকা পড়েন তিনি। টানা ছয় ঘণ্টা যানজটে আটকা থাকার পর অনেকটা মন্থর গতিতে থেমে থেমে ঢাকামুখী লেন দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন তিনি।
যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহানো সাংবাদিক কামরুল ইসলাম দুলু বলেন, চট্টগ্রাম শহরে যেতে বেলা ১১টায় বার আউলিয়া এলাকা থেকে বাসে ওঠেন তিনি। কিন্তু যানজটে আটকা পড়ে দুই ঘণ্টা পর ফৌজদারহাট এলাকায় পৌঁছান। সেখানে দুই ঘণ্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকার পরও জট থেকে মুক্তি পাননি। এরপর উল্টো পথে চলা গাড়িতে করে তিনি চট্টগ্রামে পৌঁছান।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, সড়ক ও জনপথ বিভাগ পূর্ব ঘোষণা ছাড়াই সড়কের এক পাশ বন্ধ করে সংস্কারকাজ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ফলে জটে আটকা পড়ে কিছুটা সমস্যায় পড়তে হয় যাত্রীদের। তবে বিকেলে কাজ বন্ধ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪