Ajker Patrika

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতীয় ছোলা-ডাল আমদানি

হিলি স্থলবন্দর প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৬: ০০
Thumbnail image

পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছোলা ও মসুর ডাল আমদানি বেড়েছে। এতে বন্দরের রাজস্ব পাশাপাশি শ্রমিকদেরও আয় বেড়ে গেছে।

হিলি শুল্কস্টেশন সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে গত ২৮ মার্চ দুটি ট্রাকে ৬০ মেট্রিক টন ছোলা আমদানি হয়। রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ডাল মিল নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান এই ছোলাগুলো আমদানি করে। প্রতি মেট্রিক টন ছোলা ৭৮৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয়। এ ছাড়া একই প্রতিষ্ঠান ২৯ মার্চ তিনটি ট্রাকে ১০৮ মেট্রিক টন, ৩০ মার্চ তিনটি ট্রাকে ১০২ মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হয়। এর পাশাপাশি আরও তিন আমদানিকারকের মসুর ডাল আমদানি হচ্ছে বন্দর দিয়ে। প্রতি মেট্রিক টন মসুর ডাল ৯৫০ মার্কিন ডলার মূল্যে আমদানি হচ্ছে। তবে এসব ছোলা ও মসুর ডাল শুল্কমুক্ত পণ্য হিসেবে আমদানি করা হচ্ছে। আমদানি এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদ হোসেন বলেন, ‘রমজান মাসে দেশের বাজারে ছোলার বেশ ভালো চাহিদা রয়েছে। সেই চাহিদাকে ঘিরে এক বছর পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে মেসার্স বিসমিল্লাহ ডাল মিল ছোলা বুট আমদানি করছে। এ ছাড়া মসুর ডাল সাধারণত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল থেকে বেশি আমদানি হয়। দেশের বাজারের চাহিদা মেটাতে এর পাশাপাশি ভারত থেকেও মসুর ডাল আমদানি করা হচ্ছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে ভারত থেকে অন্য পণ্যের পাশাপাশি বেশকিছু নতুন পণ্য আমদানি শুরু হয়েছে। এর মধ্যে ছোলা বুট ও মসুর ডাল আমদানি শুরু হয়েছে। এতে করে বন্দর কর্তৃপক্ষের আয় বেড়েছে। সেই সঙ্গে বন্দরে কর্মরত শ্রমিকদের মজুরি বাড়ায় তাঁদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত