সম্পাদকীয়
দারুণ এক দ্যুতিময় জীবন ছিল কমল দাশগুপ্তের। ১৯২৮ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেছিলেন। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম করেছেন। ‘মীরার ভজন’-এর সুরারোপের জন্য ১৯৪৩ সালে বেনারস বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টরস অব মিউজিক’ ডিগ্রি পান।
কমলের বড় ভাই বিমল দাশগুপ্ত ছিলেন গ্রামোফোন কোম্পানির ট্রেনার। তাঁর হাত ধরেই গ্রামোফোন কোম্পানিতে কমলের যাওয়া-আসা। ভাই মাঝেমধ্যে রোজগারের স্বার্থে জাদু দেখাতে চলে যেতেন দেশের বিভিন্ন স্থানে। তখন গানের রেকর্ডিং থাকলে কমলই তা সামলে নিতেন।
অল্প বয়সেই অনেক টাকার মালিক হলেন কমল। কাজী নজরুল ইসলামের সঙ্গে জোট বেঁধে বহু গানে সুর দিলেন। সিনেমায় তাঁর দেওয়া সুরে হলো গান। অবিশ্বাস্য অঙ্কের আয়কর দিতেন, সবচেয়ে দামি মডেলের গাড়িতে চড়তেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় নিজ খরচে প্রতিদিন ১০০ জন দরিদ্র মানুষকে খাইয়েছেন। কিন্তু একসময় সেই খ্যাতি থাকল না আর। ৪৩ বছর বয়সে উদীয়মান তারকা ২৫ বছর বয়সী ফিরোজা বেগমকে যখন বিয়ে করলেন, তখন কমলের সমস্ত সঞ্চয় ভেসে গেছে নাথ ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার পর। স্ত্রীর খ্যাতির আড়ালে হারিয়ে যাচ্ছিলেন কমল।
১৯৬৭ সালে নতুন জীবনের আশায় চলে এলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে। কিন্তু কোনো রকম অভ্যর্থনা পেলেন না। তাই ঢাকার হাতিরপুল এলাকায় ‘পথিকার’ নামে একটি মুদিদোকানে বসা শুরু করলেন। সুবিখ্যাত সুরকার হয়ে গেলেন মুদিদোকানি। ১৯৭২ সালে একটি ম্যাগাজিন পত্রিকার সাংবাদিক সেখানে খুঁজে বের করলেন কমল দাশগুপ্তকে। ‘কেন আপনি দোকানে বসছেন’ প্রশ্নের জবাবে কমল বলেছিলেন, ‘আমাকে তো সংসার চালাতে হবে। খেয়ে বাঁচতে হবে!’
প্রতিবেদনটি পড়ে বেতারের গীতিকার ও সংগীতশিল্পী শহীদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজি করালেন বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস বিভাগের প্রধান সংগীত পরিচালক হিসেবে কমল দাশগুপ্তকে নিয়োগ দিতে। এই পদে থাকতেই ১৯৭৪ সালে পিজি হাসপাতালে মারা গেলেন কমল দাশগুপ্ত।
সূত্র: সালাহ্ উদ্দিন আহমেদ জুয়েল, উঠান, সংগীত সংখ্যা, পৃষ্ঠা ২০০-২০৬
দারুণ এক দ্যুতিময় জীবন ছিল কমল দাশগুপ্তের। ১৯২৮ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেছিলেন। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম করেছেন। ‘মীরার ভজন’-এর সুরারোপের জন্য ১৯৪৩ সালে বেনারস বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টরস অব মিউজিক’ ডিগ্রি পান।
কমলের বড় ভাই বিমল দাশগুপ্ত ছিলেন গ্রামোফোন কোম্পানির ট্রেনার। তাঁর হাত ধরেই গ্রামোফোন কোম্পানিতে কমলের যাওয়া-আসা। ভাই মাঝেমধ্যে রোজগারের স্বার্থে জাদু দেখাতে চলে যেতেন দেশের বিভিন্ন স্থানে। তখন গানের রেকর্ডিং থাকলে কমলই তা সামলে নিতেন।
অল্প বয়সেই অনেক টাকার মালিক হলেন কমল। কাজী নজরুল ইসলামের সঙ্গে জোট বেঁধে বহু গানে সুর দিলেন। সিনেমায় তাঁর দেওয়া সুরে হলো গান। অবিশ্বাস্য অঙ্কের আয়কর দিতেন, সবচেয়ে দামি মডেলের গাড়িতে চড়তেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় নিজ খরচে প্রতিদিন ১০০ জন দরিদ্র মানুষকে খাইয়েছেন। কিন্তু একসময় সেই খ্যাতি থাকল না আর। ৪৩ বছর বয়সে উদীয়মান তারকা ২৫ বছর বয়সী ফিরোজা বেগমকে যখন বিয়ে করলেন, তখন কমলের সমস্ত সঞ্চয় ভেসে গেছে নাথ ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার পর। স্ত্রীর খ্যাতির আড়ালে হারিয়ে যাচ্ছিলেন কমল।
১৯৬৭ সালে নতুন জীবনের আশায় চলে এলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে। কিন্তু কোনো রকম অভ্যর্থনা পেলেন না। তাই ঢাকার হাতিরপুল এলাকায় ‘পথিকার’ নামে একটি মুদিদোকানে বসা শুরু করলেন। সুবিখ্যাত সুরকার হয়ে গেলেন মুদিদোকানি। ১৯৭২ সালে একটি ম্যাগাজিন পত্রিকার সাংবাদিক সেখানে খুঁজে বের করলেন কমল দাশগুপ্তকে। ‘কেন আপনি দোকানে বসছেন’ প্রশ্নের জবাবে কমল বলেছিলেন, ‘আমাকে তো সংসার চালাতে হবে। খেয়ে বাঁচতে হবে!’
প্রতিবেদনটি পড়ে বেতারের গীতিকার ও সংগীতশিল্পী শহীদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজি করালেন বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস বিভাগের প্রধান সংগীত পরিচালক হিসেবে কমল দাশগুপ্তকে নিয়োগ দিতে। এই পদে থাকতেই ১৯৭৪ সালে পিজি হাসপাতালে মারা গেলেন কমল দাশগুপ্ত।
সূত্র: সালাহ্ উদ্দিন আহমেদ জুয়েল, উঠান, সংগীত সংখ্যা, পৃষ্ঠা ২০০-২০৬
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫