Ajker Patrika

‘বন্ধু, কেমন আছিস বল!’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
‘বন্ধু, কেমন আছিস বল!’

সকাল সকাল ঘুম থেকে উঠে ট্রেন ধরতে দৌড়ানো। কোনো সময় দাঁড়িয়ে কিংবা জানালার পাশে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে ক্যাম্পাসে পৌঁছা। ক্লাস শেষে আবারও বাসায় ফেরা। সেই দিনগুলোতে যেন হারিয়ে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র আয়াজ মাহবুদ। বহুদিন পর বন্ধু মো. মহিউদ্দিনকে কাছে পেয়ে বুকে জড়িয়ে বললেন, ‘বন্ধু, কেমন আছিস বল!’

গতকাল শনিবার সকাল দশটায় নগরীর চারুকলা ইনস্টিটিউটে চবির বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে এমন চিত্র দেখা যায়।

‘আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়’ স্লোগান নিয়ে ‘চতুর্থ বাঙলা সম্মিলন’ অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এ সময় তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে “বাঙলা সম্মিলন” অন্যরকম এক মেলবন্ধন তৈরি করেছে। এই বিভাগের শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে পাওয়া শিক্ষা ও ভালোবাসা আমাকে এ পর্যায়ে আসতে সহায়তা করেছে।’

‘বাঙলা সম্মিলনে’র সভাপতি কবি অভীক ওসমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কার্যকরী সভাপতি কবি, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও সাধারণ সম্পাদক জিন্নাহ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা জিয়াউল হাসান কিসলু, কবি আসাদ মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র, বাঙলা সম্মিলনের যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম ও এস এম আবু সুফিয়ান।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভিন্ন ব্যাচের দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী সম্মেলনে অংশ নেন। পুনর্মিলনী ঘিরে চারুকলা ইনস্টিটিউটে অন্যরকম উৎসবের আমেজ সৃষ্টি হয়। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত