Ajker Patrika

আমতলীতে মুদির দোকানেও গ্যাস সিলিন্ডার বিক্রি, ঝুঁকি

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৩: ৫৭
আমতলীতে মুদির দোকানেও গ্যাস সিলিন্ডার  বিক্রি, ঝুঁকি

অগ্নিনির্বাপণ ও বিস্ফোরক লাইসেন্স ছাড়া আমতলীর লাইব্রেরি, চায়ের দোকান, কাপড়ের দোকান, মুদি, ক্রোকারিজ ও ইলেকট্রনিকস দোকানসহ যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে মানুষ। দ্রুত এসব জায়গায় অবৈধভাবে গ্যাসের সিলিন্ডার বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

জানা গেছে, আমতলী উপজেলায় পাঁচজন গ্যাস সিলিন্ডার বিক্রির ডিলার রয়েছেন। এ ছাড়া উপজেলা শহরের লাইব্রেরি, চায়ের দোকান, কাপড়ের দোকান, মুদি, ক্রোকারিজ ও ইলেকট্রনিকস দোকানসহ বিভিন্ন গ্রামের দুই শতাধিক স্থানে গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে। ওই সকল দোকানে গ্যাস বিক্রির সরকারি অনুমোদন নেই। নেই অগ্নিনির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স। এতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঝুঁকিতে রয়েছে আমতলী উপজেলা।

ডিলার মো. মহিউদ্দিন বলেন, অগ্নিনির্বাপক লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। সাময়িকভাবে এতে মানুষের হয়তো উপকার হচ্ছে, কিন্তু বড় ঝুঁকি তৈরি হচ্ছে।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা বলেন, গ্যাসের ডিলারদের অগ্নিনির্বাপক লাইসেন্স দেওয়া আছে। কিন্তু লাইব্রেরি, চায়ের দোকান, কাপড়ের দোকান, মুদি ও ক্রোকারিজের দোকানে গ্যাস বিক্রির জন্য অগ্নিনির্বাপক লাইসেন্স দেওয়া হয়নি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, অবৈধভাবে যাঁরা গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত