Ajker Patrika

মুক্তিযুদ্ধের ওপর চিত্র প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯
মুক্তিযুদ্ধের ওপর  চিত্র প্রদর্শনী শুরু

বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরে খুলনা মহানগরীতে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। গতকাল বুধবার সকালে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নগরীর হাদিস পার্ক সংলগ্ন এলাকায় যশোর রোডের পাশে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। খুলনা অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রদর্শনী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, জেলা কমান্ডার মো. মাহাবুবুর রহমান।

এ ছাড়া অন্যান্যেও মধ্যে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্ধ, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবু হানিফ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগের সদস্যসচিব শেখ শাহাজালাল হোসেন সুজনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত