Ajker Patrika

বগুড়ায় শক্ত লড়াইয়ের আভাস ৪ নারী প্রার্থীর

গনেশ দাস, বগুড়া
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৫৪ জন প্রার্থীর মধ্যে নারী চারজন। পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠে তাঁরা শক্ত অবস্থান গড়ে তুলেছেন। 

চার নারী প্রার্থী হলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের বর্তমান সংসদ সদস্য শাহাদারা মান্নান, একই আসনের শাহাজাদী আলম লিপি, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম এবং বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে আফরিনা পারভীন। 
বগুড়া-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন শাহাদারা মান্নান।

শাহাজাদী আলম লিপিস্বামী আব্দুল মান্নানের হাত ধরে ২০০৮ সালে রাজনীতি শুরু তাঁর। সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান ২০২০ সালে মারা গেলে উপনির্বাচনে এমপি হন শাহাদারা। এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী আসনের বিভিন্ন এলাকা। 

আফরিনা পারভীনতবে এই আসনটিতে নৌকাকে হারিয়ে জয়ের আশা দেখছেন তবলা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি। ইতিমধ্যে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থান গড়ে তুলেছেন ট্রাক প্রতীকের বগুড়া জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বিউটি বেগম। আওয়ামী লীগের একটি বড় অংশ বিউটিকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

বিউটি বেগমবগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে লড়ছেন আফরিনা পারভীন নামের আরেক প্রার্থী। বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনিও। শক্ত অবস্থান তৈরি করতে না পারলেও নারী হিসেবে রয়েছেন ভোটারদের আলোচনায়। 
আফরিনা পারভীন বলেন, ‘আমি ঢাকায় বসবাস করলেও আমার বাবার বাড়ি দুপচাঁচিয়ার তালোড়ায়। নির্বাচিত হলে এলাকার অসহায় নারীদের পাশে দাঁড়াতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত