Ajker Patrika

টঙ্গীতে ‘অবরুদ্ধ’ এক পরিবার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৯: ৩৪
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলার পর এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় প্রথমে সাধারণ ডায়েরি ও পরে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। হামলাকারীদের লাগাতার হুমকিতে অবরুদ্ধ হয়ে দিন পার করছে ওই পরিবার। একাধিকবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেও কোনো সুরাহা করতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

অভিযুক্তরা হলেন বনমালা এলাকার জয়নাল (৫০), তাঁর মেয়ে বিউটি আক্তার (৩০), বিউটির স্বামী রিপন (৩৫) ও বিউটির ভাই বাবু (২৮)।

জানা যায়, গত রমজান মাসে টঙ্গীর বনমালা আলাউদ্দিন ফকির রোডের আবুল হাসেম তাঁর বাড়ির পয়োনিষ্কাশন লাইনের পাইপ বসানোর কাজ করান। এ জন্য স্থানীয় মিন্টুর সঙ্গে দুই হাজার টাকায় চুক্তি হয়। কিন্তু মিন্টুর অনুপস্থিতিতে কাজটি করেন আরেক শ্রমিক জয়নাল। কাজ শেষে জয়নাল ও মিন্টু উভয়ে আলাদাভাবে বাড়িওয়ালা আবুল হাসেমের নিকট টাকা দাবি করেন

এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। কিন্তু ঘটনার প্রায় তিন মাস পর ৩ আগস্ট রাতে জয়নালের মেয়ে বিউটি আক্তার মোবাইল ফোনে আবুল হাসেমের কাছে পাওনা টাকা দাবি করেন। সরেজমিনে দেখা যায়, অভিযুক্ত রিপন, বাবু ও তাঁর কয়েকজন সহযোগী ওই বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। ওই পরিবারের কোনো সদস্য নিজ প্রয়োজনে বাসা থেকে বের হতে গেলেই গালিগালাজ ও মারধর করতে এগিয়ে আসছেন তাঁরা। ভয়ে বাসা থেকে বের হতে পারছেন না পরিবারটির কোনো সদস্য।

এ ঘটনায় তোফায়েল আহমেদ ৭ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ৮ আগস্ট সন্ধ্যায় বিউটির স্বামী রিপন ও ভাই বাবু আবুল হাসেমের বাড়ির সামনে গিয়ে অবস্থান নেন। বিষয়টি নিয়ে জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক সজল শেখ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে রিপনকে বুঝিয়ে বাসায় পাঠায় ও বিষয়টি মীমাংসা করে দেন। ৯ আগস্ট সকাল ৯টায় অভিযুক্ত রিপন, তাঁর শ্যালক বাবু ও শ্বশুর জয়নালসহ ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে আবুল হাসেমের বাড়িতে হামলা চালান। এ সময় অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির জানালা ও মূল ফটক কুপিয়ে এবং ভাঙচুর করে চলে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। ওই দিন দুপুরে আবুল হাসেমের ছেলে তোফায়েল আহমেদ টঙ্গী পূর্ব থানায় জয়নাল, তাঁর মেয়ে বিউটি আক্তার, রিপন ও বাবুকে অভিযুক্ত করে একটি অভিযোগ দেন।

ভুক্তভোগী তোফায়েল আহমেদ বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করার পরও হামলাকারীরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। তাঁদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না।’ তোফায়েলের বাবা আবুল হাসেম বলেন, ‘তুচ্ছ একটা বিষয় নিয়ে আমার বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন অভিযুক্তরা। কয়েক দিন ধরে তাঁদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না।

দোকানপাটেও যেতে পারছি না। আমি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ি। কিন্তু হামলাকারীদের ভয়ে মসজিদেও যেতে পারছি না। তাঁদের ভয়ে বাড়ির অন্যান্য সদস্য নিয়ে অনেকটা অবরুদ্ধ হয়ে আছি।’ এ বিষয়ে অভিযুক্ত রিপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমরা তাঁদের অবরুদ্ধ করে রাখিনি।

তাঁরা আমাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ করেছেন। স্থানীয়রা সামাজিকভাবে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার একটি সালিসের আয়োজন করেন। তাঁরা সালিসে উপস্থিত হন।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী জোন) পীযূষ কুমার দে বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত