Ajker Patrika

প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নের ব্যাপারে খুব সদয়

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১১: ৩৫
প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নের ব্যাপারে খুব সদয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের প্রতি খুব সদয়। তাই সিলেটের উন্নয়নে বরাদ্দ দিতে তিনি দ্বিধা করেন না। না চাইতেও প্রধানমন্ত্রীর কাছ থেকে সিলেট অনেক কিছু পাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগের তাঁকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদেশের বুকে বাংলাদেশের গৌরব সমুন্নত রাখা, সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন ও সিলেটের উন্নয়নের বিশেষ অবদান রাখায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে নাগরিক সংবর্ধনা দেয় সিসিক। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, সিলেট নগরীর উন্নয়নে ১ হাজার ২২৮ কোটি টাকা দিয়েছে সরকার। সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। এয়ারপোর্ট অত্যাধুনিক হচ্ছে। স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা খাতে উন্নয়নের ক্ষেত্রে বৃহত্তর সিলেটের প্রত্যেকটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, টাকা শুধু পেলেই হয় না, টাকা কাজে লাগাতে হয়। টাকা আগেও দিয়েছিলেন আমাদের অর্থমন্ত্রী। কিন্তু ফেরত গেছে। বর্তমান সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা টাকা কাজে লাগাচ্ছেন। যার ফলে সিলেটের উন্নয়ন হচ্ছে। এই নগরী আপনার-আমার সবার। কে কোন মতের বা দলের সেটা দেখার বিষয় নয়। আমরা সবাই সিলেটের এটাই মূল বিষয়।

ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, আমার কাছে কেউ কেউ বলেন যে, মেয়র অন্য দলের। সুতরাং আপনি ওনার সব প্রস্তাব নেবেন না। আমি বলি—সিলেট তো আমারও, মেয়র সাহেবেরও। সুতরাং বৃহত্তর সিলেটের মঙ্গলের জন্য সব করতে হবে। আমাকে কেউ কেউ বলেছেন-আজকের আয়োজন আরিফ করেছেন। আমি বলেছি-করেছে সিসিক।

যারা পররাষ্ট্রমন্ত্রীকে এসব কথা বলেছেন তিনি তাঁদের উদ্দেশ্য করে বলেন, বরং আপনাদের লজ্জা লাগা উচিত এই কারণে যে, প্রধানমন্ত্রী যে এত ভালো কাজ করছেন তা একজন অন্য দলের লোক স্বীকার করছেন। সেটাকে গ্রহণ করছে।

এদিকে সিসিক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বিভিন্ন সময় আওয়ামী বিরোধী বক্তব্য দেওয়ার অজুহাতে সংবর্ধনা অনুষ্ঠান ‘বয়কট’ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। দুপুর থেকে সিলেট রেজিস্টারি মাঠের সংবর্ধনা অনুষ্ঠানস্থলে দল-মত নির্বিশেষে লোকজন আসতে থাকেন।

তবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত