Ajker Patrika

চুল্লিতে চামড়াবর্জ্য সেদ্ধ ধোঁয়ায় দূষিত পরিবেশ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
চুল্লিতে চামড়াবর্জ্য সেদ্ধ ধোঁয়ায় দূষিত পরিবেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধামর সড়কের ধারে করা হয়েছে চামড়াবর্জ্য সেদ্ধ করে মাছের খাবার তৈরির কারখানা। এতে চামড়া পোড়ানোর সময় চুল্লির ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আশপাশ এলাকা, হুমকির মুখে পড়েছে পরিবেশ। যদিও পরিবেশের ক্ষতি করে এমন কোনো কিছুই করা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ আজকের পত্রিকাকে বলেন, চামড়ার বর্জ্য সেদ্ধ করার কারখানাটি বন্ধ করে দেওয়া হবে। পরিবেশের ক্ষতি করে কোনো কিছুই করা যাবে না বলে জানান তিনি।

জানা গেছে, ট্যানারিগুলোতে চামড়া প্রসেসিং করার পর প্রচুর চামড়া উচ্ছিষ্ট হয়। এসব চামড়া ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা টন ক্রয় করে ট্রাকভর্তি করে নিয়ে আসে ফুলবাড়িয়ায়। রাতের এসব চামড়া বিশেষভাবে তৈরি চুল্লি ও কড়াইয়ে সেদ্ধ করা হয়। চামড়া পোড়ানোর দুর্গন্ধে পথচারীসহ গ্রামের মানুষ অতিষ্ঠ। সেদ্ধ করার সময় চুল্লির ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আশপাশ এলাকা। সেদ্ধ করার পর শুকানো চামড়াকে বলা হয় শুঁটকি।

সরেজমিনে দেখা যায়, ধামর সড়কের নয়ন মিয়ার চাতালের পাশে খোলা জমিতে শত শত মণ চামড়ার বিষাক্তবর্জ্য ফেলা রাখা হয়েছে। আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে। পথচারীর নাক চেপে সড়ক দিয়ে চলাচল করছেন। বর্জ্যের স্তূপের দক্ষিণ পাশে বিশাল মাটির তিনটি চুল্লি। একটি চুল্লির কড়াইয়ে অনন্ত ১ টন চামড়া বুশি ভর্তি। দুজন শ্রমিক বর্জ্য সেদ্ধ করার প্রক্রিয়ায় কাজ করছে। চুল্লির পাশে সেদ্ধ করা চামড়ার স্তূপ। সেদ্ধ করা বর্জ্য রোদে শুকিয়ে দুটি চাতালেই ঢেকে রাখা হয়েছে।

কারখানার মালিক মো. রুহুল আমীন বলেন, ‘ট্যানারিতে যেসব চামড়া পরিত্যক্ত হয় সেগুলো নিয়ে এসে সেদ্ধ করার পর শুকিয়ে বিভিন্ন কোম্পানিকে দিয়ে দিই, তারা কী করে বলতে পারব না।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ হাবিবুর রহমান তালুকদার বলেন, চামড়ার বর্জ্য বিষাক্ত, এগুলো দিয়ে মাছের খাদ্য বানানো এক ধরনের অপরাধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত