Ajker Patrika

ট্রাক দাঁড় করিয়ে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬: ১৬
ট্রাক দাঁড় করিয়ে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে ট্রাক দাঁড় করিয়ে সমাবেশ করেছে ট্রাক-লরি ট্রান্সপোর্ট মালিক সমিতি। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ সমাবেশ হয়। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে ট্রাক-লরি ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার ঘোষণা দিলেও একই সঙ্গে ভাড়া কত বাড়বে সে ঘোষণা দেওয়া হয়নি। ভাড়া বাড়ানোর ঘোষণা না দিলে দ্রুত সময়ের মধ্যে জ্বালানি তেলের দাম কমাতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে ট্রাক মালিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে ট্রাক সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত