Ajker Patrika

পাকুন্দিয়ায় বাড়ছে ব্রোকলির বাণিজ্যিক আবাদ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪: ১৪
পাকুন্দিয়ায় বাড়ছে ব্রোকলির বাণিজ্যিক আবাদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি ব্রোকলির চাষ করছেন কৃষকেরা। গত দুই বছর ধরে বাণিজ্যিকভাবে ব্রোকলি চাষে তাঁরা সফলতা পেয়েছেন। ভালো ফলন ও দাম পাওয়ায় দিন দিন কৃষকদের মধ্যে ব্রোকলি চাষে আগ্রহ বাড়ছে।

উৎপাদন খরচ কম, লাভজনক বাজারমূল্য এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে পাকুন্দিয়ায় ধীরে ধীরে ব্রোকলির বাণিজ্যিক চাষ বাড়ছে।

গত দুই বছর ধরে এ উপজেলার আঙিয়াদী, খামা, আদিত্যপাশাসহ বেশি কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে ব্রোকলির চাষ হচ্ছে। কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিষমুক্ত সবজি চাষে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার আদিত্যপাশা বাগানবাড়ি ও খামা গ্রামে গিয়ে দেখা গেছে, সারি সারি ব্রোকলি বাগান।

আদিত্যপাশা বাগানবাড়ির কৃষক আলাউদ্দিন। তিনি জানান, ২০ শতক জমিতে ব্রোকলির চাষ করেছেন। খামা গ্রামের ডিকে এগ্রো ফার্মের মালিক মো.সেলিম মিয়া বলেন, এক বিঘা জমিতে ব্রোকলির চাষ করেছেন। প্রতিটি গাছেই ফলন ধরেছে। চাষের দুই থেকে আড়াই মাসের মধ্যেই বিক্রির উপযোগী হয়েছে। একেকটি ব্রোকলি ৩০থেকে ৩৫টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও আঙিয়াদী ব্লকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ বলেন, উচ্চ মূল্যের ফসল ব্রোকলি। গত দুই বছর ধরে এখানে বাণিজ্যিকভাবে ব্রোকলির চাষ হচ্ছে। ভালো ফলন ও দাম পাওয়ায় দিন দিন কৃষকদের মধ্যে ব্রোকলি চাষে আগ্রহ বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত