Ajker Patrika

ম্যাকনামারার ফেলোশিপ প্রোগ্রাম ২০২৩

মুসাররাত আবির
ম্যাকনামারার ফেলোশিপ প্রোগ্রাম ২০২৩

গবেষণায় ইচ্ছুক এমন অসংখ্য পেশাজীবী ও তরুণ গবেষক পৃথিবীর সব প্রান্তেই রয়েছে। এসব মানুষের দক্ষতা বিকাশের সুযোগ দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বাইরের দেশের তরুণদের ফেলোশিপের মাধ্যমে যুক্ত করা হয়। ফেলোশিপে অংশ নেওয়ার মাধ্যমে ব্যবহারিক দক্ষতা বিকাশের যেমন সুযোগ থাকে, তেমনি নিজের অভিজ্ঞতা ও কাজ সম্পর্কেও অন্যদের জানানো যায়। এটাও অনেকটা স্কলারশিপের মতোই, তবে এখানে কোনো ছকবাঁধা নিয়ম বা পাঠ্যক্রম থাকে না। এগুলো না থাকলেও বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বিকাশের সুযোগ থাকে।

তেমনি বিশ্বব্যাংক রবার্ট এস ম্যাকনামারার নামে একটি ফেলোশিপ প্রোগ্রামের আয়োজন করেছে। আট মাসের এই ফেলোশিপে রয়েছে দক্ষতা বৃদ্ধির নানান সুযোগ-সুবিধা। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের যেকোনো সদস্যদেশের স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পেশাজীবী ও তরুণ গবেষকদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করতে সহায়তা করা। এর পাশাপাশি নিজ নিজ দক্ষতার উন্নয়নের জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ, জ্ঞান বিনিময়ের ব্যবস্থাও করা হয়ে থাকে।

যেসব বিষয়ে গবেষণা করা যাবে

  • ফিন্যান্স অ্যান্ড প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট
  • ম্যাক্রো ইকোনমিকস অ্যান্ড গ্রোথ
  • পোভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি
  • সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনফ্রাসট্রাকচার
  • ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন 

সুযোগ-সুবিধা

  • জি-৪ ভিসা পাওয়ার প্রক্রিয়ায় বিশ্বব্যাংকের এইচআর বিভাগ সহায়তা করবে।
  • শিক্ষার্থীদের আট মাসে মোট ৪৪ হাজার ৮৮৮ মার্কিন ডলার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৯ লাখ টাকা।
  • নির্বাচিতরা উন্নতমানের গবেষকদের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকে কাজ করার সুযোগ পাবেন।
  • বিশ্বব্যাংকের গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ।
  • বিশ্বব্যাংকের বিভিন্ন প্রজেক্টে সরাসরি কাজের সুযোগ।
  • সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে গবেষণাপত্র প্রকাশের সুবিধা।
  • এক সপ্তাহের টেকনিক্যাল ট্রেনিং। 

আবেদনের যোগ্যতা

  • বিশ্বব্যাংকের যেকোনো সদস্যদেশের একটির নাগরিক হতে হবে।
  • অনুন্নত দেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
  • স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থী হতে হবে।
  • ৩০ জুনের মধ্যে প্রার্থীদের বয়স ৩৫ বছরের কম হতে হবে।
  • ফেলোশিপে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ওয়াশিংটন ডিসিতে স্থানান্তর করতে ইচ্ছুক হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর সিভি।
  • রেফারেন্স লেটার দুটি।
  • একাডেমিক পেপারস।
  • পার্সোনাল স্টেটমেন্ট।
  • অন্যান্য পেপারস (যদি থাকে)। 

ওয়েবসাইট
আবেদনের শেষ সময়: ৩ এপ্রিল, ২০২৩ 

অনুবাদ: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত