নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে ছাড়াই নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিভক্ত হলো গণফোরাম। গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনভর ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের পর সন্ধ্যায় মোস্তফা মহসীন মন্টুকে সভাপতি ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দলটির একাংশের ১৫৭ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এর আগে পঞ্চম কাউন্সিলে নেতৃত্ব নির্বাচন নিয়ে টানাপোড়েনে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন দলটির নেতারা। এরপর গত এক বছরে পাল্টাপাল্টি নানা কর্মসূচি ও সিদ্ধান্তে সেই বিভক্তি আরও প্রকট হয়ে ওঠে। গতকাল নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলটির ভাঙন চূড়ান্ত হলো।
যদিও মোস্তফা মহসীন মন্টু দাবি করেছেন, শারীরিক অসুস্থতার কারণে ড. কামাল গতকালের কাউন্সিলে উপস্থিত হতে পারেননি। তবে চিঠি লিখে কাউন্সিলের সফলতা কামনা করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ড. কামাল। কাউন্সিলের শুরুতেই সেই বার্তা পড়ে শোনান মন্টু। চিঠিতে ড. কামাল বলেছেন, ‘আমি সব সময় ঐক্যের কথা বলেছি। আশা করি, গণফোরামের সব নেতা-কর্মী ও সমর্থকগণ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন।’
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে গতকাল সকাল ১০টার দিকে শুরু হয় কাউন্সিলের আনুষ্ঠানিকতা। ড. কামাল অনুপস্থিত থাকলেও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্নাদের মতো নেতারা। গণফোরামসংক্রান্ত আলোচনার চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে তাঁর সুচিকিৎসার দাবিই ছিল তাঁদের বক্তব্যের বেশির ভাগ অংশজুড়ে। এ নিয়ে কাউন্সিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।
আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের সভাপতিত্বে শুরু হয় কাউন্সিলের প্রথম অধিবেশন। এতে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম। তাঁর অবস্থা ক্রিটিক্যাল, কখন কী হয় বলা যায় না, আমরা কেউ জানি না।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, আপনার যদি মনে হয় যে খালেদা জিয়া বিদেশে গিয়ে আর আসবেন না, তা ঠিক নয়। খালেদা জিয়াই সবার আগে আসবেন। ওয়ান-ইলেভেনের সময় অনেকে বিদেশে যেতে চেয়েছেন। খালেদা জিয়া বলেছিলেন, আমি মরতে পারি কিন্তু বিদেশে যাব না।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে এখন একটা দুঃশাসন চলছে। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তাঁকে দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানো খুব জরুরি।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী তাঁর বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির জন্য সব রাজনৈতিক দলের নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান।
গণফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীও খালেদা জিয়ার মুক্তি চেয়ে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা নিন। তা না হলে একদিন আপনাকে এ জন্য কৈফিয়ত দিতে হবে।’
সভাপতির বক্তব্যে আবু সাইয়িদ বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। জাতির ইতিহাসে রাষ্ট্রীয় ও সমাজজীবনে এমন অব্যবস্থাপনা কখনো পরিলক্ষিত হয়নি। এই অবস্থা থেকে দেশ ও জাতি মুক্তি চায়। শাসনব্যবস্থার পরিবর্তন চায়।
কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মহসিন রশিদ। পরে নির্বাচন কমিটির পক্ষে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আবু সাইয়িদ ও জগলুল হায়দার আফ্রিক।
দলের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে ছাড়াই নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিভক্ত হলো গণফোরাম। গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনভর ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের পর সন্ধ্যায় মোস্তফা মহসীন মন্টুকে সভাপতি ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দলটির একাংশের ১৫৭ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এর আগে পঞ্চম কাউন্সিলে নেতৃত্ব নির্বাচন নিয়ে টানাপোড়েনে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন দলটির নেতারা। এরপর গত এক বছরে পাল্টাপাল্টি নানা কর্মসূচি ও সিদ্ধান্তে সেই বিভক্তি আরও প্রকট হয়ে ওঠে। গতকাল নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলটির ভাঙন চূড়ান্ত হলো।
যদিও মোস্তফা মহসীন মন্টু দাবি করেছেন, শারীরিক অসুস্থতার কারণে ড. কামাল গতকালের কাউন্সিলে উপস্থিত হতে পারেননি। তবে চিঠি লিখে কাউন্সিলের সফলতা কামনা করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ড. কামাল। কাউন্সিলের শুরুতেই সেই বার্তা পড়ে শোনান মন্টু। চিঠিতে ড. কামাল বলেছেন, ‘আমি সব সময় ঐক্যের কথা বলেছি। আশা করি, গণফোরামের সব নেতা-কর্মী ও সমর্থকগণ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন।’
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে গতকাল সকাল ১০টার দিকে শুরু হয় কাউন্সিলের আনুষ্ঠানিকতা। ড. কামাল অনুপস্থিত থাকলেও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্নাদের মতো নেতারা। গণফোরামসংক্রান্ত আলোচনার চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে তাঁর সুচিকিৎসার দাবিই ছিল তাঁদের বক্তব্যের বেশির ভাগ অংশজুড়ে। এ নিয়ে কাউন্সিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।
আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের সভাপতিত্বে শুরু হয় কাউন্সিলের প্রথম অধিবেশন। এতে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম। তাঁর অবস্থা ক্রিটিক্যাল, কখন কী হয় বলা যায় না, আমরা কেউ জানি না।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলব, আপনার যদি মনে হয় যে খালেদা জিয়া বিদেশে গিয়ে আর আসবেন না, তা ঠিক নয়। খালেদা জিয়াই সবার আগে আসবেন। ওয়ান-ইলেভেনের সময় অনেকে বিদেশে যেতে চেয়েছেন। খালেদা জিয়া বলেছিলেন, আমি মরতে পারি কিন্তু বিদেশে যাব না।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে এখন একটা দুঃশাসন চলছে। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তাঁকে দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানো খুব জরুরি।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী তাঁর বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির জন্য সব রাজনৈতিক দলের নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান।
গণফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরীও খালেদা জিয়ার মুক্তি চেয়ে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা নিন। তা না হলে একদিন আপনাকে এ জন্য কৈফিয়ত দিতে হবে।’
সভাপতির বক্তব্যে আবু সাইয়িদ বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। জাতির ইতিহাসে রাষ্ট্রীয় ও সমাজজীবনে এমন অব্যবস্থাপনা কখনো পরিলক্ষিত হয়নি। এই অবস্থা থেকে দেশ ও জাতি মুক্তি চায়। শাসনব্যবস্থার পরিবর্তন চায়।
কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মহসিন রশিদ। পরে নির্বাচন কমিটির পক্ষে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আবু সাইয়িদ ও জগলুল হায়দার আফ্রিক।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫