চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদের পানি শুকিয়ে গিয়ে অনেক স্থানে বালুর চর জেগেছে। এতে কুড়িগ্রামের চিলমারীতে বিপাকে পড়েছে নদ কেন্দ্রিক জীবিকা নির্বাহ করা প্রায় ৩ হাজার জেলে পরিবার।
উপজেলার নয়ারহাট, অষ্টমীরচর, চিলমারী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্রের বুকে পানি নেই, যেদিকে চোখ যায় শুধু বালু আর বালু। নদে যেটুকু পানি প্রবাহ আছে সেখানেও ছোট-বড় অসংখ্য চর জেগে ওঠায় নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন শাখা নদীর মাধ্যমে ঘুর পথে কোনো কোনো নৌপথে নৌকা চলাচলও সব এলাকায় চলাচল করতে পারছে না।
ব্রহ্মপুত্রের রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ মাঝিপাড়া এলাকার ভোলা দাস বলেন, ‘জানি না কবে নাগাদ আবার ব্রহ্মপুত্রের বুকে পানি থই-থই করবে। ব্রহ্মপুত্রের বুকজুড়ে এখন ধু ধু বালু চর। পানি শুকিয়ে ব্রহ্মপুত্র যেন হয়েছে মরূদ্যান।’
নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকার কৃষক ইউসুফ ও মাহফুজার বলেন, বোরো আবাদের মুখ্য সময়ে চিন্তিত চরাঞ্চলের কৃষকেরা। শুধু তাই নয় চর এলাকার মানুষের চলাচল এখন হাঁটা পথে। এ জন্য তাঁদের দুর্ভোগেরও শেষ নেই। তাঁরা আরও বলেন, চলতি মৌসুমে সরকারি বা কোনো বে-সরকারি সংস্থা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বালুর চরে চাষ আবাদের জন্য সাহায্য সহযোগিতা করত তাহলে চরাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট লাঘব হতো।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সাধারণত নভেম্বর মাস থেকে নদীতে পানি কমতে শুরু করে। কিন্তু এবার কম বৃষ্টিপাতের কারণে অক্টোবরের শেষ দিক থেকেই নদীর পানি কমতে শুরু করেছে। আগামী মার্চ থেকে আবারও নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় কুমার বিষান দাস বলেন, ‘কষ্টকর হলেও চলতি মৌসুমে ব্রহ্মপুত্রের বিভিন্ন এলাকায় যেখানে পানি আছে সেখানে কৃষকেরা বোরো চাষ করছে। বালু চরেও বিভিন্ন ফসল ফলানো সম্ভব আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি। যাতে চলতি মৌসুমেও যেন কোনো চর কিংবা বালুর চর অনাবাদি না থাকে।’
ব্রহ্মপুত্র নদের পানি শুকিয়ে গিয়ে অনেক স্থানে বালুর চর জেগেছে। এতে কুড়িগ্রামের চিলমারীতে বিপাকে পড়েছে নদ কেন্দ্রিক জীবিকা নির্বাহ করা প্রায় ৩ হাজার জেলে পরিবার।
উপজেলার নয়ারহাট, অষ্টমীরচর, চিলমারী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্রের বুকে পানি নেই, যেদিকে চোখ যায় শুধু বালু আর বালু। নদে যেটুকু পানি প্রবাহ আছে সেখানেও ছোট-বড় অসংখ্য চর জেগে ওঠায় নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন শাখা নদীর মাধ্যমে ঘুর পথে কোনো কোনো নৌপথে নৌকা চলাচলও সব এলাকায় চলাচল করতে পারছে না।
ব্রহ্মপুত্রের রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ মাঝিপাড়া এলাকার ভোলা দাস বলেন, ‘জানি না কবে নাগাদ আবার ব্রহ্মপুত্রের বুকে পানি থই-থই করবে। ব্রহ্মপুত্রের বুকজুড়ে এখন ধু ধু বালু চর। পানি শুকিয়ে ব্রহ্মপুত্র যেন হয়েছে মরূদ্যান।’
নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকার কৃষক ইউসুফ ও মাহফুজার বলেন, বোরো আবাদের মুখ্য সময়ে চিন্তিত চরাঞ্চলের কৃষকেরা। শুধু তাই নয় চর এলাকার মানুষের চলাচল এখন হাঁটা পথে। এ জন্য তাঁদের দুর্ভোগেরও শেষ নেই। তাঁরা আরও বলেন, চলতি মৌসুমে সরকারি বা কোনো বে-সরকারি সংস্থা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বালুর চরে চাষ আবাদের জন্য সাহায্য সহযোগিতা করত তাহলে চরাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট লাঘব হতো।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সাধারণত নভেম্বর মাস থেকে নদীতে পানি কমতে শুরু করে। কিন্তু এবার কম বৃষ্টিপাতের কারণে অক্টোবরের শেষ দিক থেকেই নদীর পানি কমতে শুরু করেছে। আগামী মার্চ থেকে আবারও নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় কুমার বিষান দাস বলেন, ‘কষ্টকর হলেও চলতি মৌসুমে ব্রহ্মপুত্রের বিভিন্ন এলাকায় যেখানে পানি আছে সেখানে কৃষকেরা বোরো চাষ করছে। বালু চরেও বিভিন্ন ফসল ফলানো সম্ভব আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি। যাতে চলতি মৌসুমেও যেন কোনো চর কিংবা বালুর চর অনাবাদি না থাকে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪