Ajker Patrika

জবি ছাত্রদলের কমিটি এ মাসেই

ঢাবি ও জবি প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০: ১৬
জবি ছাত্রদলের কমিটি এ মাসেই

চলতি ডিসেম্বর মাসেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিমধ্যে জবি শাখা ছাত্রদলের নেতাদের আলোচনার জন্য ডেকেছে কেন্দ্রীয় কমিটি। গতকাল সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজকের পত্রিকাকে বিষয়টি জানান।

নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ১৫ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের সহদপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জবি ছাত্রদলের সর্বশেষ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তা ছাড়া কেন্দ্রীয় সংসদের অধীনে থাকা আরও তিনটি বিশ্ববিদ্যালয় ও পাঁচটি কলেজ ইউনিটের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয় একই দিনে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্যামল বলেন, ‘কারা কেন্দ্রে আর কারা ইউনিভার্সিটি ইউনিটে থাকবে, সেসব নিয়ে সেখানে আলোচনা হবে। আশা করছি, ডিসেম্বরের মধ্যেই জবির কমিটি গঠন করা সম্ভব হবে।’ জবি শাখা ছাত্রদলের সর্বশেষ কমিটি হয় ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। এদিকে জবি ছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিগগির ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সংসদের সভপতি ফজলুর রহমান। এসব নিয়ে গতকাল সোমবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা হয়েছে বলেও জানান ছাত্রদল সভাপতি। খোকন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিও পূর্ণাঙ্গ করা হবে শিগগির। করোনার কারণে এত দিন আমরা কমিটি দিতে পারিনি। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আশা করি, আমরা শিগগির সব জায়গাতে কমিটি দিতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত