Ajker Patrika

বাজারে পানি জমে দুর্ভোগ

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ১২: ৪৫
বাজারে পানি জমে দুর্ভোগ

নেত্রকোনার বারহাট্টার আসমা কাঁচাবাজারে নেই পানিনিষ্কাশন ব্যবস্থা। এ কারণে বাজারের ময়লা-আবর্জনা অপসারণ করা যাচ্ছে না। নালার ময়লা দীর্ঘদিন পরিষ্কার না করায় সেটিও এখন বন্ধ হওয়ার পথে। তাই দ্রুত সময়ের মধ্যে কাঁচাবাজারের পানিনিষ্কাশনের ব্যবস্থার দাবি তুলেছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে ভালো মানের গণশৌচাগার না থাকায় প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ী ও বাজারে আসা মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, আসমা কাঁচাবাজারে প্রতিদিন সকাল ও বিকেলে বাজার বসে। এ কারণে উপজেলা সদরসহ আসমা ইউনিয়নের বাসিন্দারা এই বাজারটির ওপর নির্ভরশীল। সামান্য বৃষ্টি হলেই বাজারের মাঝখানের রাস্তাসহ অন্যান্য গলি দিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়ে কাদাপানির কারণে। চলতি মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের কারণে বাজারের গলিগুলো বেহাল।

কাঁচাবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, ‘বাজারের বৃষ্টির পানিনিষ্কাশন ব্যবস্থার উন্নতি করা প্রয়োজন। কারণ, বৃষ্টি হলেই ভেতরের রাস্তা দিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়ে।’

বাজার করতে আসা একজন কলেজশিক্ষক বলেন, ‘আমরা এলাকাবাসীসহ স্থানীয় ব্যবসায়ীরা আসমা বাজারের নালা তৈরি ও গণশৌচাগার টয়লেট তৈরির জন্য এক বছর আগেই উপজেলা প্রশাসনকে অবগত করি। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না হওয়ায় স্বাভাবিকভাবেই আমরা হতাশ।’

বারহাট্টা বাজার বণিক সমিতির সভাপতি আজিজুল হক বলেন, ‘আসমা কাঁচাবাজারে শত শত মানুষ আসেন। তাই বাজারের ভেতরের ভালো মানের গণশৌচাগার দরকার। যে দুটি টয়লেট আছে সেগুলো এখন আর ব্যবহার করার মতো না।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে বারহাট্টা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত