ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলগুলোর সংস্কার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দুই হলের শিক্ষার্থীরা এর প্রতিবাদে সাদ্দাম হোসেন হলে প্রভোস্টের কার্যালয়ে তালা লাগিয়েছেন। একইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে মানববন্ধন করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। হলের সংস্কার কাজ সঠিকভাবে না করলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন সংস্কারের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর মধ্যে আবাসিক হলগুলো সংস্কারের জন্য ১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে পৃথক ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২৮ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয় হলগুলোকে।
সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হলে ওয়াইফাইয়ের (ইন্টারনেট) ধীরগতি, রিডিং রুমের বেহাল দশা, নিম্নমানের খেলার সামগ্রী ক্রয়, অপরিষ্কার শৌচাগার, নিম্নমানের সংস্কার কাজসহ বিভিন্ন বিভিন্ন সমস্যায় ভুগছেন তাঁরা। এসব সমস্যার বিষয়ে প্রভোস্টের নিকট বারবার অভিযোগ করলেও তিনি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ তাদের। বরং কোনো সমস্যার বিষয়ে ফোন দিলে প্রভোস্ট বলেন, ‘আমি দায়িত্ব নিতে পারছি না, তোমরা করো।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা বলেন, ‘হলে সবক্ষেত্রেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সংস্কার কাজ শুধু কাগজে কলমেই হচ্ছে, বাস্তবে কোনোরকম গোঁজামিল দিয়ে কাজ করতে চাচ্ছেন ঠিকাদারেরা। মান বজায় রেখে সংস্কার না হলে প্রয়োজনে কাজ বন্ধ করে দেওয়া হবে।’
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তপন কুমার জোয়ারদার বলেন, ‘হল পরিদর্শন করে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঠিকাদারকে একাধিকবার বলার পরেও তাঁরা জোড়াতালি দিয়ে কাজ করছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলগুলোর সংস্কার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দুই হলের শিক্ষার্থীরা এর প্রতিবাদে সাদ্দাম হোসেন হলে প্রভোস্টের কার্যালয়ে তালা লাগিয়েছেন। একইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে মানববন্ধন করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। হলের সংস্কার কাজ সঠিকভাবে না করলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন সংস্কারের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর মধ্যে আবাসিক হলগুলো সংস্কারের জন্য ১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে পৃথক ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২৮ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয় হলগুলোকে।
সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হলে ওয়াইফাইয়ের (ইন্টারনেট) ধীরগতি, রিডিং রুমের বেহাল দশা, নিম্নমানের খেলার সামগ্রী ক্রয়, অপরিষ্কার শৌচাগার, নিম্নমানের সংস্কার কাজসহ বিভিন্ন বিভিন্ন সমস্যায় ভুগছেন তাঁরা। এসব সমস্যার বিষয়ে প্রভোস্টের নিকট বারবার অভিযোগ করলেও তিনি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ তাদের। বরং কোনো সমস্যার বিষয়ে ফোন দিলে প্রভোস্ট বলেন, ‘আমি দায়িত্ব নিতে পারছি না, তোমরা করো।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা বলেন, ‘হলে সবক্ষেত্রেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সংস্কার কাজ শুধু কাগজে কলমেই হচ্ছে, বাস্তবে কোনোরকম গোঁজামিল দিয়ে কাজ করতে চাচ্ছেন ঠিকাদারেরা। মান বজায় রেখে সংস্কার না হলে প্রয়োজনে কাজ বন্ধ করে দেওয়া হবে।’
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তপন কুমার জোয়ারদার বলেন, ‘হল পরিদর্শন করে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঠিকাদারকে একাধিকবার বলার পরেও তাঁরা জোড়াতালি দিয়ে কাজ করছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৩ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪