Ajker Patrika

জুরাইনেও জমেছে বেচাকেনা

জহিরুল আলম পিলু, কদমতলী
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১১: ৩৪
জুরাইনেও জমেছে বেচাকেনা

ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই বেচাকেনা বাড়ছে শপিং মল ও ফুটপাতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। তবে জিনিসপত্রের দাম অনেক বেশি চাওয়ার অভিযোগ ক্রেতাদের। এমন চিত্র জুরাইনের বিক্রমপুর প্লাজা, রহমান প্লাজা, বুড়িগঙ্গা সেতু মার্কেট, হাবিবুল্লাহ সুপার মার্কেট, আলম সুপার মার্কেট ও রিজিয়া আলম শপিং কমপ্লেক্সসহ এ এলাকার ফুটপাতে।

সরেজমিনে দেখা যায়, ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে পোশাকের দোকানে তুলনামূলকভাবে বেচাকেনা বেশি। বিক্রমপুর প্লাজার ক্রেতা সেলিনার অভিযোগ, এখানকার দোকানদাররা পোশাকের দাম কয়েক গুন বেশি চাচ্ছেন। ফলে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। এই মার্কেটের রেডিমেড পোশাকের দোকানদার লিটন জানান, ক্রেতা-দর্শনার্থীর চাপ থাকলেও, সে তুলনায় বিক্রি কম। সামনের দিনগুলোয় বিক্রি বাড়বে বলে আশা করেন তিনি। সেই সঙ্গে জানান, তাঁরা পণ্যের অতিরিক্ত দাম চান না।

এদিকে সেতু মার্কেটে স্ত্রী ও দুই সন্তানসহ কেনাকাটা করতে আসা শাহালম বলেন, ‘সামনের দিনগুলোয় হয়তো আরও ভিড় বাড়বে। সঙ্গে দামও বাড়তে পারে। তাই আগেই বাচ্চাদের শখ মেটাতে কাপড়চোপড় কিনতে আসলাম। তবে দাম কিছুটা চড়া।’ মার্কেটের মায়ের আঁচল দোকানের মালিক সেলিম বলেন, ক্রেতাদের চাপ বেশি। কিন্তু সে তুলনায় কিনছে কম। তবে করোনাকালীন সময়ের চেয়ে বিক্রি ভালো। রেডিমেড পোশাক বিক্রেতা হেলাল বলেন, ‘গত দুই বছর করোনার কারণে তেমন ব্যবসা করতে পারি নাই। তবে এবার আমরা সন্তুষ্ট।’ মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন ননী বলেন, ‘আমরা ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতসহ সব রকম ব্যবস্থা নিয়েছি।’জুরাইনের রহমান প্লাজায় কেনাকাটা করতে আসা লিপি বলেন, ‘২-১ দিন পরে বরিশাল যামু। তাই পরিবারের সবার জন্য ঈদ উপলক্ষে কিছু জামাকাপড় কিনতে আইছি। তবে দাম একটু বেশি মনে হচ্ছে।’

রেডিমেড পোশাক বিক্রেতা শাহিন বলেন, ক্রেতাদের চাপ আছে। কিন্তু তারা যে দাম বলে, তাতে বিক্রি করা কষ্টকর। ফুটপাতের কয়েকজন বিক্রেতা জানান, বেচাকেনা কিছুটা ভালো। কিন্তু চাঁদাবাজদের নির্ধারিত চাঁদা বাদেও ঈদ উপলক্ষে নানা চাঁদা দিতে হয়। নিরাপত্তার বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির যাত্রাবাড়ী, পোস্তগোলা, শনিরআখড়া ও ডেমরা জোনের সভাপতি নাজিমুল আলী নাজিম জানান, ‘মার্কেটেগুলোতে পুলিশি নিরাপত্তাসহ সব ব্যবস্থা নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত