Ajker Patrika

কেঁচো সার উৎপাদনে সফল রুমানা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
কেঁচো সার উৎপাদনে সফল রুমানা

মাগুরার শ্রীপুরে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদনে সফল হয়েছেন রুমানা নামের এক কিষানি। তিনি উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের রাজ্জাক মোল্লার স্ত্রী।

২০০৮ সালে মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে সীমিত পরিসরে কেঁচো সার চাষ শুরু করেন তিনি। প্রশিক্ষণ শেষে তাঁকে কৃষি উপকরণ সরবরাহ করা হয়। সেদিন সীমিত পরিসরে শুরু করলেও বর্তমানে তাঁর প্রদর্শনীতে ২০ কেজির ওপর আফ্রিকান জাতের কেঁচো রয়েছে। এখন প্রতি মাসে ২০ টন গোবর থেকে ২৪টি হাউসে প্রায় ১৫ টন কেঁচো সার উৎপাদিত হচ্ছে। যার প্রতি কেজি সার ১৫ টাকা মূল্যে বিক্রি হয়।

রুমানার সফলতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তাঁর নেতৃত্বে ৩০ জনের একটি দল গঠন করা হয়েছে।

কেঁচো সার উৎপাদনকারী রুমানা বলেন, কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে ১০০ আফ্রিকান জাতের কেঁচো ও ৩টি হাউসে স্বল্প পরিসরে কেঁচো সার চাষ শুরু করি। এখন আমি প্রতি মাসে সার ও কেঁচো বিক্রি করে ৩০ হাজার টাকা উপার্জন করছি। এই অরগানিক সারটির বাজারে ভালো চাহিদা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত