Ajker Patrika

বরিশালে ছাত্রদলের দুই পক্ষে হাতাহাতি

­বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৩
বরিশালে ছাত্রদলের দুই পক্ষে হাতাহাতি

বরিশাল নগর ছাত্রদলের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সমাবেশে দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে নগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।

নগর ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম জানান, তাঁরা পরিচিতি সভা ও খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে নগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি নিজে না এসে একদল উচ্ছৃঙ্খল অনুসারী পাঠিয়ে বিশৃঙ্খলা করান। এ সময় নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের লোকজন প্রতিহত করে।

সমাবেশে থাকা একাধিক ছাত্রদল কর্মী জানান, নগর ছাত্রদল সভাপতি রনির লোকজন বিকেল সাড়ে ৪টার দিকে এসে সমাবেশে হইচই করেন।

ছাত্রদলের নগর সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, ‘নতুন কমিটির নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সভাপতি রেজাউল করিম রনি ও তাঁর সমর্থকেরা পরিচিতি সভায় অংশ নেননি। পরে তাঁর লোকজন বিশৃঙ্খলা ঘটায়।’

তবে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি জানান, কমিটি নিয়ে কিছু সমস্যা আছে। তাই সভায় অংশ নেননি। হাতাহাতি কারা করেছে, কেন করেছে তা তাঁর জানা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত