Ajker Patrika

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ বিএনপির সমাবেশে

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৪: ১৪
Thumbnail image

তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতি ও বর্তমান সরকারের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বরগুনার পুরোনো লঞ্চঘাট সড়কে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ আবদুল লতিফ। জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজগর হায়াত লিমন।

সাধারণ সম্পাদক আবদুল হালিমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম নজরুল ইসলাম, সহসভাপতি গোলাম ছগির মজনু, যুগ্ম সম্পাদক তালিমুল ইসলাম পলাশ, তারিকুজ্জামান টিটুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ছাড়া সমাবেশ উপলক্ষে সকাল থেকে বরগুনার বামনা, পাথরঘাটা, তালতলী, আমতলী ও বেতাগী উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জেলা শহরে আসেন।

বেলা তিনটায় সমাবেশ শুরুর পর বিএনপি সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় জেলা বিএনপির কার্যালয়ের অদূরে সদর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অবস্থান নেন।

প্রধান অতিথি আবদুল লতিফ বলেন, ‘মানুষ ভয়ে কথা বলছেন না। প্রতিবাদ করলে মামলা-হামলার শিকার হতে হচ্ছে। সরকারের চরম দুর্নীতির কুফল এসব। দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের বিকল্প নেই। বিএনপি জনগণের দল, জনগণের ন্যায়সংগত অধিকার ফিরিয়ে দিতে বিএনপি আন্দোলন করে সরকার হটাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত