Ajker Patrika

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষকদের মানববন্ধন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০: ২০
জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষকদের মানববন্ধন

খাল খনন করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষকেরা। গতকাল শুক্রবার সকালে ১০ গ্রামের কৃষক একত্র হয়ে উপজেলার সনমান্দি ইউনিয়নে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেন সনমান্দি ইউনিয়নের মারবদী, ছনকান্দা, দড়িকান্দি, মহেশ্বরদী, চরভুলুয়া, সনমান্দি, খৈতারগাঁও, ফতেপুর, বৈদ্যেরকান্দি, দক্ষিণপাড়া ও কান্দাপাড়া গ্রামের কয়েক শ কৃষক। সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত মানববন্ধন শেষ করে পরে বিক্ষোভ মিছিল করে কৃষকেরা তাঁদের কর্মসূচি শেষ করেন।

ছনকান্দা গ্রামের বাসিন্দা সোহান মোল্লা জানান, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি খৈতারগাঁও সেতুর নিচ দিয়ে প্রবাহিত খালের মুখ বন্ধ করে দেওয়ায় এবং খৈতারগাঁও খালটি খনন না করায় শীতকালের দুদিনের বৃষ্টির পানি কোথাও নিষ্কাশন হতে পারেনি। তাই কৃষকদের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পশ্চিম সনমান্দি গ্রামের বাসিন্দা ফয়সাল আহাম্মেদ বলেন, ‘জলাবদ্ধতার কারণে এ এলাকার কৃষকদের ২ হাজার বিঘা জমির রবি শস্য ও শীতকালীন শাক–সবজির ফসল নষ্ট হয়ে গেছে। গরিব কৃষকেরা তাঁদের জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত