Ajker Patrika

‘খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের’

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ৫৪
‘খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের নেতারা।

গতকাল শুক্রবার রংপুরে কৃষক দলের বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন বক্তারা। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ হয়।

বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাঁকে যত দিন বিদেশে পাঠানো না হবে, তত দিন তাঁরাও রাজপথ ছাড়বেন না। বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিলে অচিরেই কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

বক্তারা আরও বলেন, বিএনপি চেয়ারপারসন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। কিন্তু সরকার তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। তারা আইনের কথা বলে। এই আইনের মধ্যেই বলা আছে, ইচ্ছা করলে সরকার তাঁকে যেতে দিতে পারে। বাধা আইন নয়, বাধা হচ্ছে সরকার।

মহানগর কৃষক দলের নেতারা এর আগে দুপুরে নগরীর সালেক পাম্পের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় বিএনপি কার্যালয়ের সামনে আসেন। পরে সেখানে জেলা ও মহানগর কৃষক দলের আয়োজনে বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এতে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও রংপুর জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ রহমান লাবু, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার শাহাদত, সদস্যসচিব শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শরিফ, ইকবাল ইমাম শাহিন, ২১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক রায়হান, সদস্যসচিব নাইমুর রহমার রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী, ইউনুস আলী, শরীফ, ১৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোকছেদুর রহমান ও সদস্যসচিব মোকলেছুল রহমানসহ জেলা ও মহানগর কৃষক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত