Ajker Patrika

সহকারী পরিচালক পদে চাকরির বৃত্তান্ত

সহকারী পরিচালক পদে চাকরির বৃত্তান্ত

 বাংলাদেশ ব্যাংক

সম্প্রতি সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আবেদনের সময়সীমা ৫ জুন, ২০২৩ থেকে ৭ জুলাই, ২০২৩ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, চার বছর মেয়াদি স্নাতক সার্টিফিকেট দিয়েই পদটিতে আবেদন করা যাবে। তবে শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম শ্রেণি থাকতে হবে (এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৩ এবং অনার্স ও মাস্টার্সে সিজিপিএ-৩কে প্রথম শ্রেণি সমমান বিবেচনা করা হয়)। আবেদনের জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd) থেকে সিভি প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে এবং আবেদন-পরবর্তী ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। 

নিয়োগের প্রস্তুতি
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা তিনটি ধাপে (প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা) হয়ে থাকে। সাধারণত ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে ২০/২৫ নম্বর, ইংরেজি ব্যাকরণ থেকে ২০/২৫ নম্বর, গণিত ২০/৩০ নম্বর, সাধারণ জ্ঞান থেকে ১৫/২০ নম্বর ও তথ্যপ্রযুক্তি থেকে ১০/১৫ নম্বরের প্রশ্ন করা হয়ে থাকে। পরে প্রিলিতে উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজি ফোকাস রাইটিং ২৫/৩৫ নম্বর, বাংলা ও ইংরেজি অনুবাদ ১০/২০ নম্বর, ইংরেজি কমপ্রিহেনশন ২৫/৩০ নম্বর, সামারি রাইটিং ১০/২০ নম্বর, এমপ্লিফিকেশন ১৫/২০ নম্বর, আরগুমেন্ট/ক্রিটিক্যাল রাইটিং ২০/৩০ নম্বর, গণিত ২৫/৩০ নম্বর ও সাধারণ জ্ঞানের ওপর ২০/৩০ নম্বরের প্রশ্ন করা হয়ে থাকে। প্রিলি ও লিখিত প্রস্তুতির জন্য বাংলাদেশ ব্যাংকের বিগত বছরের প্রশ্নব্যাংক থেকে বিস্তারিত ধারণা নিয়ে বাজারে প্রচলিত ব্যাংক প্রস্তুতিমূলক গাইড থেকে প্রস্তুতি নিতে হবে। প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৫ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এখানে প্রার্থীর ব্যক্তিত্ব ও নিজের সম্পর্কিত তথ্য, অনার্সে পঠিত বিষয়ের জ্ঞান, বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং সেক্টরের বেসিক ধারণা এবং সাম্প্রতিক বিষয়াবলি থেকে প্রশ্ন করা হতে পারে। 

দায়িত্ব, পদায়ন ও সুযোগ-সুবিধা
বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২-এর মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও প্রধান আর্থিক কর্তৃপক্ষ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণ, ব্যাংক নোটের প্রবর্তন ও নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব পালন প্রভৃতি আর্থিক বিষয়াদি ব্যবস্থাপনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থব্যবস্থার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ ব্যাংক জেনারেল সাইডের কর্মকর্তাদের পদসোপান হলো—অফিসার (১০ম গ্রেড) > সহকারী পরিচালক (৯ম গ্রেড) > উপপরিচালক> যুগ্ম-পরিচালক> অতিরিক্ত পরিচালক> পরিচালক> নির্বাহী পরিচালক। জেনারেল সাইডের পাশাপাশি ক্যাশ, পরিসংখ্যান, ইঞ্জিনিয়ার প্রভৃতি সাইডেও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এবং কোনো কোনো ক্ষেত্রে পৃথক পদনাম ব্যবহার করা হয়। সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত চারজন ডেপুটি গভর্নর এবং একজন গভর্নর ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালককে প্রধান কার্যালয় ও ৯টি শাখা কার্যালয়ের যেকোনোটিতে পদায়ন করা হতে পারে। ব্যাংকিং ব্যবস্থাপনার পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে তদন্তকাজ, ব্যাংকারস সিলেকশন কমিটি সচিবালয়ে নিয়োগ ও মানবসম্পদ ব্যবস্থাপনা, টাকা জাদুঘরে মুদ্রা সংরক্ষণ, বিবিটিএ ও বিআইবিএমে শিক্ষা ও প্রশিক্ষণসংক্রান্ত কাজসহ প্রতিষ্ঠানটিতে কাজের ক্ষেত্রে অনেক বৈচিত্র্য রয়েছে। এর বাইরে ডেপুটেশন ও লিয়েনে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাকশাল), মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি (এমআরএ), বিভিন্ন ব্যাংকের সিএফও ও অবজারভার, দুর্নীতি দমন কমিশন, বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা হতে পারে। একজন সহকারী পরিচালককে যোগদানের পর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) চার মাস বা নির্দিষ্ট সময় মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণসহ চাকরিকালীন অর্থনীতি, মুদ্রা ও সংশ্লিষ্ট বিষয়ে দেশে ও দেশের বাইরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয়। 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে বেসিক বেতন, বাড়ি ভাড়া ও চিকিৎসাসুবিধা পেয়ে থাকেন। এ ছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুসারে প্রযোজ্য ক্ষেত্রে লাঞ্চ ভাতা, পরিদর্শন টিএ/ডিএ, হাউজ লোন, কার লোন, কার মেইনটেন্যান্স ভাতা, ইনসেনটিভস, গাড়ি ও কোয়ার্টার সুবিধা পেয়ে থাকেন। বাংলাদেশ ব্যাংকের কর্মপরিবেশ অনেক ভালো। নিয়মিত প্রমোশন, বিভাগীয় পর্যায়ে পদায়ন ও উচ্চশিক্ষার প্রত্যাশিত সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে দেশের বিনিয়োগ, মুদ্রানীতি, বৈদেশিক বিনিময় প্রভৃতিতে নীতিনির্ধারণী ভূমিকা, আর্থিক সুশাসন নিশ্চিতকরণসহ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আপনাকে দেশের জন্য নিঃসন্দেহে গর্বিত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত