শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের শ্যামনগর উপজেলা শাখা কমিটিতে পদ পেতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছেন অনেকে। মেয়াদ উত্তীর্ণ সর্বশেষ কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এ তৎপর হয়ে উঠেছেন তাঁরা। সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো সংগঠনটির শীর্ষ দুই পদের জন্য এখন পর্যন্ত তিনজন করে মাঠে নেমেছেন ছয় প্রার্থী। আগের বিলুপ্তি হওয়ার কারণে খুব শিগগিরই সংগঠনটির নতুন শাখা কমিটি ঘোষণার গুঞ্জন রয়েছে।
নতুন কমিটি ঘিরে সাবেকদের পাশাপাশি নতুনরাও নেতৃত্বের প্রতিযোগিতায় নামায় জমে উঠেছে ছাত্রলীগের স্থানীয় রাজনীতি। তবে নানা ইস্যুতে বিতর্কিতদের পুনরায় নেতৃত্বের দৌড়ে শামিল হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে সমালোচনার সৃষ্টি করেছে।
এদিকে গত বছরের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর সাত দিনের মধ্যে কমিটি দিতে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত চাওয়া হয়। তবে ছয় মাস পার হলেও গঠিত হয়নি নতুন কমিটি।
জানা গেছে, উপজেলার ছাত্রলীগের সভাপতি পদের দৌড়ে এখনো পর্যন্ত আলোচনায় রয়েছেন তিনজন। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি ছাড়াও অপর দুই প্রতিদ্বন্দ্বী হলেন রাজু মন্ডল ও আব্দুল হাকিম সবুজ। শ্যামনগর সরকারি মহসীন কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র রাজু মন্ডল গত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। গত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি এবার নতুন কমিটির সভাপতি পদের জন্য লড়ছেন। অন্য প্রার্থী আব্দুল হাকিম সবুজও লড়ছেন একই পদের জন্য। তবে পরিবারের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী ভূমিকা থাকার অভিযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অশ্লীল ছবি ভাইরালের ঘটনায় কিছুটা বিব্রত ছাত্রলীগ।
এদিকে গাজী অমিউজ্জামান, মাহাবুবুর রহমান ও আরাফাত হোসেন উপজেলার শাখা কমিটির সাধারণ সম্পাদক পদের প্রতিযোগিতায় রয়েছেন।
কমিটির বিষয়ে কথা বলতে সদ্য সাবেক সভাপতি সাগর মন্ডলকে ফোন করেও পাওয়া যায়নি।
সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক স ম আব্দুস সাত্তার বলেন, ‘দীর্ঘ সময় কমিটি না থাকলে সাংগঠনিক স্থবিরতা তৈরি হতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়ার জন্য জেলা ছাত্রলীগ নেতাদের প্রতি আহ্বান রইল।’
বাংলাদেশ ছাত্রলীগের শ্যামনগর উপজেলা শাখা কমিটিতে পদ পেতে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছেন অনেকে। মেয়াদ উত্তীর্ণ সর্বশেষ কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এ তৎপর হয়ে উঠেছেন তাঁরা। সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো সংগঠনটির শীর্ষ দুই পদের জন্য এখন পর্যন্ত তিনজন করে মাঠে নেমেছেন ছয় প্রার্থী। আগের বিলুপ্তি হওয়ার কারণে খুব শিগগিরই সংগঠনটির নতুন শাখা কমিটি ঘোষণার গুঞ্জন রয়েছে।
নতুন কমিটি ঘিরে সাবেকদের পাশাপাশি নতুনরাও নেতৃত্বের প্রতিযোগিতায় নামায় জমে উঠেছে ছাত্রলীগের স্থানীয় রাজনীতি। তবে নানা ইস্যুতে বিতর্কিতদের পুনরায় নেতৃত্বের দৌড়ে শামিল হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে সমালোচনার সৃষ্টি করেছে।
এদিকে গত বছরের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর সাত দিনের মধ্যে কমিটি দিতে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত চাওয়া হয়। তবে ছয় মাস পার হলেও গঠিত হয়নি নতুন কমিটি।
জানা গেছে, উপজেলার ছাত্রলীগের সভাপতি পদের দৌড়ে এখনো পর্যন্ত আলোচনায় রয়েছেন তিনজন। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি ছাড়াও অপর দুই প্রতিদ্বন্দ্বী হলেন রাজু মন্ডল ও আব্দুল হাকিম সবুজ। শ্যামনগর সরকারি মহসীন কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র রাজু মন্ডল গত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। গত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি এবার নতুন কমিটির সভাপতি পদের জন্য লড়ছেন। অন্য প্রার্থী আব্দুল হাকিম সবুজও লড়ছেন একই পদের জন্য। তবে পরিবারের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী ভূমিকা থাকার অভিযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অশ্লীল ছবি ভাইরালের ঘটনায় কিছুটা বিব্রত ছাত্রলীগ।
এদিকে গাজী অমিউজ্জামান, মাহাবুবুর রহমান ও আরাফাত হোসেন উপজেলার শাখা কমিটির সাধারণ সম্পাদক পদের প্রতিযোগিতায় রয়েছেন।
কমিটির বিষয়ে কথা বলতে সদ্য সাবেক সভাপতি সাগর মন্ডলকে ফোন করেও পাওয়া যায়নি।
সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক স ম আব্দুস সাত্তার বলেন, ‘দীর্ঘ সময় কমিটি না থাকলে সাংগঠনিক স্থবিরতা তৈরি হতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়ার জন্য জেলা ছাত্রলীগ নেতাদের প্রতি আহ্বান রইল।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১০ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১০ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫