Ajker Patrika

সিদ্দিক সভাপতি মিনজুর সম্পাদক

মধুপুর প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২: ০৪
সিদ্দিক সভাপতি মিনজুর সম্পাদক

মধুপুর শিল্প ও বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মধুপুর রানি ভবানী সরকারি মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে গত শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত দেড়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মো. সিদ্দিক হোসেন খান এবং সম্পাদক পদে মো. মিনজুর রহমান নান্নু নির্বাচিত হয়েছেন।

মধুপুর শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. সিদ্দিক হোসেন খান একাধারে মধুপুর পৌরসভার মেয়র, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি, মধুপুর চাল কল মলিক সমিতির সভাপতি এবং টানা ২০ বছর ধরে মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সাংসদ খন্দকার আনোয়ারুল হক এবং প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলে সিদ্দিক হোসেন খান পেয়েছেন ১ হাজার ২৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম খান রাসেল পেয়েছেন ৯০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মিনজুর রহমান নান্নু পেয়েছেন ৮৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বিদায়ী সম্পাদক মীর জহির উদ্দিন বাবর পেয়েছেন ৭২৩ ভোট।

এ ছাড়া সহসভাপতি পদে মো. এনামুল হক ও মো. জহিরুল ইসলাম মধু, সহসাধারণ সম্পাদক পদে মো. হুরমুজ আলী ফকির ও স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক পদে মো. আছাদুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ পদে মো. আশিকুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক পদে মো. হাসান আলী, প্রচার সম্পাদক পদে মো. রবিউল আলম রবি, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. হুমায়ুন কবির, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মো. আব্দুস ছালাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিতরা হলেন মো. আব্দুল খালেক, শাকের আহম্মেদ, মো. জুয়েল মিয়া, মো. জসিম উদ্দিন, মো. রাজিব হোসেন, মো. সোলাইমান ও মো.হাবিবুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে কারখানায় মিলল ৬ দিন আগে নিখোঁজ তরুণ-তরুণীর লাশ

বিকাশ ও নগদ ছাড়াই দেশে আন্তএমএফএস লেনদেন চালু

বাবার ব্যবসায়িক সমস্যায় জামায়াত প্রার্থীর সিদ্ধান্তে নাখোশ শিবির নেতার পদত্যাগ

২ শিশুকে হত্যা করে বালুচাপা: বিএনপির নেতা কারাগারে

ভিন দেশে সরকার উৎখাতের মার্কিন নীতির দিন শেষ: তুলসী গ্যাবার্ড

এলাকার খবর
Loading...