জসিম উদ্দিন, নীলফামারী
সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের দুই পাশে অবৈধভাবে পুরোনো কাপড়ের বাজার বসানো হয়েছে। শীত মৌসুমের শুরু থেকেই নিয়মিত বসছে এ বাজার। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করেন শত শত ক্রেতা। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সৈয়দপুর রেলওয়ে স্টেশন থানা ও পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন বাজার বসলেও উচ্ছেদের কোনো লক্ষণ নেই পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের।
অভিযোগ রয়েছে, প্রতিদিন প্রায় অর্ধ লাখ টাকা চাঁদার বিনিময়ে এ বাজার চালু রাখা হয়েছে। চাঁদাবাজির সঙ্গে রেলওয়ে স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা, রেলওয়ের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য ও বিভিন্ন সংগঠনের লোকজন জড়িত।
রেলওয়ে আইনে রেলপথের দুই পাশে অন্তত ২০ ফুট করে জায়গা ফাঁকা রাখার বিধান রয়েছে। সে অনুযায়ী সৈয়দপুর রেল কর্তৃপক্ষ উভয় পাশে সীমানা নির্ধারণ করে রেখেছে। অথচ শহরের ১ নম্বর রেল গুমটি ঘরের উভয় পাশ থেকে দক্ষিণের অপর গুমটি ঘর পর্যন্ত উভয় পাশে প্রায় ১ কিলোমিটার রেলপথ এলাকা দখল করে গড়ে উঠেছে শীতবস্ত্রসহ বিভিন্ন পণ্যের ২০০টি পুরোনো দোকান। এর বেশির ভাগই বসছে রেলপথের ওপরই। এর আগে ট্রেনে কাটা পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। আবারও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী বলেন, ‘রেলপথ ঘেঁষে দোকান সাজানো ঝুঁকিপূর্ণ। এরপরও অনেকে দোকান করছেন। তাই আমিও করেছি। রেলপথের বাইরে বাজারে একটি দোকান ভাড়া নিতে ব্যয় করতে হয় মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা। আর এখানে বিভিন্ন নামে কয়েক ব্যক্তিকে দৈনিক ১০০ থেকে ২০০ টাকা হারে চাঁদা দিয়েই ব্যবসা করা যায়।’
ট্রেনের চালকের একটি সূত্র জানায়, সৈয়দপুর স্টেশনের ৫০০ গজ দূরে হোম সিগন্যালের কাছে রেললাইনের ওপর গড়ে উঠেছে বাজারের জন্য অবৈধ স্থাপনা। এখানে ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রেল লাইনে মানুষের ভিড়ের কারণে বাধ্য হয়ে ট্রেনের গতি কমাতে হয়। বছরের পর বছর এ অবস্থা চলছে। কিন্তু অবৈধ বাজার উচ্ছেদ করা হচ্ছে না।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী বলেন, রেললাইনের অবৈধ বাজার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও, নানা জটিলতায় তা কার্যকর করা যাচ্ছে না। বাজার উচ্ছেদ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাজার থেকে চাঁদা তোলার বিষয়ে তিনি বলেন, তিনি এর সঙ্গে জড়িত নন। কেউ চাঁদা তুলে থাকলে তা তাঁর জানা নেই।
সৈয়দপুর রেলওয়ে সার্কেলের পুলিশ পরিদর্শক ফিরোজ কবীর বলেন, সম্প্রতি রেলপথের পাশে গড়া ওঠা অবৈধ বাজার উচ্ছেদ করা হয়। আবার বাজারটি বসছে। আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তিনি এবারের উচ্ছেদ অভিযানে সবার সহযোগিতা চান। বাজার থেকে চাঁদা তোলার বিষয়ে তিনি কিছু জানেন না। যদি রেলওয়ে পুলিশ এ কাজে কেউ জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দপুর-পার্বতীপুর রেলপথের দুই পাশে অবৈধভাবে পুরোনো কাপড়ের বাজার বসানো হয়েছে। শীত মৌসুমের শুরু থেকেই নিয়মিত বসছে এ বাজার। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করেন শত শত ক্রেতা। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সৈয়দপুর রেলওয়ে স্টেশন থানা ও পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন বাজার বসলেও উচ্ছেদের কোনো লক্ষণ নেই পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষের।
অভিযোগ রয়েছে, প্রতিদিন প্রায় অর্ধ লাখ টাকা চাঁদার বিনিময়ে এ বাজার চালু রাখা হয়েছে। চাঁদাবাজির সঙ্গে রেলওয়ে স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা, রেলওয়ের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য ও বিভিন্ন সংগঠনের লোকজন জড়িত।
রেলওয়ে আইনে রেলপথের দুই পাশে অন্তত ২০ ফুট করে জায়গা ফাঁকা রাখার বিধান রয়েছে। সে অনুযায়ী সৈয়দপুর রেল কর্তৃপক্ষ উভয় পাশে সীমানা নির্ধারণ করে রেখেছে। অথচ শহরের ১ নম্বর রেল গুমটি ঘরের উভয় পাশ থেকে দক্ষিণের অপর গুমটি ঘর পর্যন্ত উভয় পাশে প্রায় ১ কিলোমিটার রেলপথ এলাকা দখল করে গড়ে উঠেছে শীতবস্ত্রসহ বিভিন্ন পণ্যের ২০০টি পুরোনো দোকান। এর বেশির ভাগই বসছে রেলপথের ওপরই। এর আগে ট্রেনে কাটা পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। আবারও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী বলেন, ‘রেলপথ ঘেঁষে দোকান সাজানো ঝুঁকিপূর্ণ। এরপরও অনেকে দোকান করছেন। তাই আমিও করেছি। রেলপথের বাইরে বাজারে একটি দোকান ভাড়া নিতে ব্যয় করতে হয় মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা। আর এখানে বিভিন্ন নামে কয়েক ব্যক্তিকে দৈনিক ১০০ থেকে ২০০ টাকা হারে চাঁদা দিয়েই ব্যবসা করা যায়।’
ট্রেনের চালকের একটি সূত্র জানায়, সৈয়দপুর স্টেশনের ৫০০ গজ দূরে হোম সিগন্যালের কাছে রেললাইনের ওপর গড়ে উঠেছে বাজারের জন্য অবৈধ স্থাপনা। এখানে ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রেল লাইনে মানুষের ভিড়ের কারণে বাধ্য হয়ে ট্রেনের গতি কমাতে হয়। বছরের পর বছর এ অবস্থা চলছে। কিন্তু অবৈধ বাজার উচ্ছেদ করা হচ্ছে না।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী বলেন, রেললাইনের অবৈধ বাজার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও, নানা জটিলতায় তা কার্যকর করা যাচ্ছে না। বাজার উচ্ছেদ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাজার থেকে চাঁদা তোলার বিষয়ে তিনি বলেন, তিনি এর সঙ্গে জড়িত নন। কেউ চাঁদা তুলে থাকলে তা তাঁর জানা নেই।
সৈয়দপুর রেলওয়ে সার্কেলের পুলিশ পরিদর্শক ফিরোজ কবীর বলেন, সম্প্রতি রেলপথের পাশে গড়া ওঠা অবৈধ বাজার উচ্ছেদ করা হয়। আবার বাজারটি বসছে। আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তিনি এবারের উচ্ছেদ অভিযানে সবার সহযোগিতা চান। বাজার থেকে চাঁদা তোলার বিষয়ে তিনি কিছু জানেন না। যদি রেলওয়ে পুলিশ এ কাজে কেউ জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫