Ajker Patrika

খাদ্যবান্ধব কর্মসূচিতে আসছে স্মার্ট কার্ড

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৬: ৫৬
খাদ্যবান্ধব কর্মসূচিতে আসছে স্মার্ট কার্ড

স্মার্ট কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে হাউজহোল্ড সাইলো সরবরাহ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে উপকরণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী ছয় মাসের মধ্যে স্মার্ট কার্ড প্রবর্তন করা হবে। এটি বাস্তবায়ন হলে খাদ্য সহায়তা বিতরণে আরও স্বচ্ছ ও জবাবদিহি নিশ্চিত হবে।’

মন্ত্রী বলেন, ‘সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০০ পেডি সাইলো নির্মাণের উদ্যোগ নিয়েছে। আধুনিক মানের প্রতিটি সাইলোতে ৫ হাজার টন ধারণ ক্ষমতা থাকবে। কৃষকের ভেজা ধান সংগ্রহ করে এতে প্রক্রিয়াকরণ হবে। এতে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হবে।’

সম্প্রতি একনেকে ৩০টি সাইলো নির্মাণের অনুমতির বিষয় উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বর্তমানে দেশে খাদ্য শস্য সংরক্ষণ সক্ষমতা মাত্র ১৭ লাখ মেট্রিক টন। ২০৩০ সালের মধ্যে যা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে খাদ্যমন্ত্রী বলেন, ‘যে দল নির্বাচনে অংশগ্রহণ করবে না জনতার আদালতে তাদের বিচার হওয়া উচিত। গণতন্ত্র হত্যাকারীদের নির্বাচন থেকে জনগণই বয়কট করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচন থেকে পালিয়ে যায়নি।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের সুফলভোগী সকলেই। এমন কোনো সেক্টর নাই যেখানে প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগেনি। অথচ, বিএনপি শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায় না।’ এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির শাশ্বত বাণী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম. নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান, অতিরিক্ত সচিব খুরশিদ ইকবাল রেজভী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত