Ajker Patrika

মেকআপের ৫ ভুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ০১
মেকআপের ৫ ভুল

ভালো মেকআপ করতে পারাও একটা শিল্প। ত্বক ও বয়স অনুযায়ী নিজেকে সাজানোর ক্ষেত্রে অনেকেই কিছু ভুল করেন। মেকআপের সময় সচরাচর করা ৫ ভুল সম্পর্কে জেনে নিন।

ত্বক প্রস্তুত না করা
কসমেটিকসের বাক্স খুলেই ফাউন্ডেশন লাগিয়ে মেকআপ শুরু করবেন না। আগে ত্বককে মেকআপের উপযোগী করে তোলা জরুরি। প্রথমে মুখ ধুয়ে টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বকে পানির ভারসাম্য থাকলে ভালোভাবে মেকআপ বসবে।

বয়স অনুসারে ফাউন্ডেশন না লাগানো
বয়স বাড়লে ফাউন্ডেশন বদলাতে হবে। ২৫ বছর বয়সে যে ফাউন্ডেশন ব্যবহার করতেন তা ৩৫ বছর বয়সের উপযোগী নয়। বয়স বাড়লে ত্বক শুষ্ক হতে শুরু করে। তাই ক্রিম ধরনের ফাউন্ডেশন বেছে নিন। মেকআপের আগে স্পঞ্জ ও ফাউন্ডেশন ব্রাশ ভিজিয়ে নিয়ে ময়েশ্চারাইজার লাগানো ভালো। এতে ত্বক তরতাজা থাকবে।

অন্ধকারে মেকআপ করা
পর্যাপ্ত আলো না থাকলে মেকআপে অনেক খুঁত থেকে যায়। মেকআপের জন্য সবচেয়ে ভালো সূর্যের আলো, কারণ প্রাকৃতিক আলোয় চেহারার সবচেয়ে ভালো প্রতিফলন দেখা যায় আয়নায়। সাদা এলইডি লাইট থেকেও মেকআপের উপযোগী আলো পাওয়া যায়।

অনেক বেশি কনসিলার দেওয়া
অনেকেই চোখের নিচের ডার্ক সার্কেল ঢাকতে যত পারেন, তত কনসিলার ব্যবহার করেন। তবে পরিমাণে বেশি নয়; বরং চেহারার সঙ্গে মানাবে এমন শেডের কনসিলার ব্যবহার করতে হবে। তরল কনসিলার বেছে নিলে ভালোভাবে মেকআপ বসবে।

ঠোঁটের যত্ন না নেওয়া
বয়স যত বাড়ে ঠোঁটের ওপরের অংশ তত পাতলা হয়, গোলাপি রংও হারাতে থাকে। সপ্তাহে একবার লাল চিনি বা ওটমিল দিয়ে স্ক্র্যাব করে লিপবাম লাগালে ঠোঁট সুন্দর থাকবে। মেকআপের সময় লিপস্টিক বা গ্লসের সঙ্গে লিপ লাইনার ব্যবহার করুন। এতে ঠোঁট পুরু দেখাবে। চেহারায় আসবে তারুণ্যের ভাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত