Ajker Patrika

যানজটে বিপাকে বিদেশগামী যাত্রীরা

নুরুল আমিন হাসান, উত্তরা
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৩: ০৯
যানজটে বিপাকে বিদেশগামী যাত্রীরা

টঙ্গীতে সেতুর অংশবিশেষ ধসে পড়ার কারণে ওই এলাকায় যানজট পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গতকাল রোববার যানজটের ভোগান্তিতে পড়েন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশগামী যাত্রীরা। অনেকেই মিস করেছেন নির্দিষ্ট ফ্লাইট।

বিদেশগামী যাত্রীরা আজকের পত্রিকাকে জানান, একদিকে সারা দিনই থেমে থেমে বৃষ্টি, অন্যদিকে মহাসড়কের বিভিন্ন জায়গায় ভাঙাচোরা, খানাখন্দ। সব মিলিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সৌদিপ্রবাসী তাহিজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কেরানীগঞ্জ থেকে ৩০ মিনিটের রাস্তা পার হতে সময় লেগেছে পৌনে চার ঘণ্টা। আড়াই হাজার টাকা ভাড়া করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসছি। অথচ যানজট না থাকলে স্বাভাবিক সময়ের ভাড়া মাত্র এক হাজার টাকা।

কুমিল্লা থেকে আসা যাত্রী ইমন বলেন, প্রথমবারের মতো সৌদি যাওয়ার জন্য বিমানবন্দর আসছি। চৌদ্দগ্রাম থেকে বাসে উঠেছি দুপুর সাড়ে ১২টার দিকে কিন্তু যানজটের কারণে পৌঁছেছি সোয়া ৪টায়।

যশোর থেকে তিন দিন আগে এসেছেন সৌদিপ্রবাসী রুবেল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে তীব্র যানজট। তাই ঝুঁকি না নিতেই তিন দিন আগেই ঢাকায় এসেছি।’

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সৌদিপ্রবাসী আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘রওনা হইছি দুপুর ১২টায়। কিন্তু সড়কে যানজটের কারণে আড়াই ঘণ্টার পথে সময় লেগেছে ৫ ঘণ্টা।’

ইতালিপ্রবাসী আরিফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাসে উঠে তীব্র যানজটের কারণে বিমানবন্দরে নেমেছি বিকেল ৪টার দিকে।

 

সৌদিপ্রবাসী মো. উদয় বলেন, শুনেছি কেউ কেউ ফ্লাইট মিস করেছেন। (রোববার) আজ রাতেই আমার ফ্লাইট।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘টঙ্গী ব্রিজ ভেঙে যাওয়ার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই অনেকেই সঠিক সময়ে আসতে পারেননি। বিদেশগামী যাত্রীদের উদ্দেশ্যে বলব, যানজটের বিষয়টি মাথায় রেখেই আপনারা বের হবেন।’

টঙ্গী ব্রিজটি ১১ নভেম্বর ভেঙে যায়। এরপর থেকে সেখান দিয়ে ঢাকাগামী যান চলাচল বন্ধ রয়েছে। এসব যানবাহন টঙ্গীর মুন্নু মিলগেট দিয়ে কামারপাড়া সংযোগ সড়ক ব্যবহার ঢাকায় প্রবেশ করছে। সংস্কারকাজ শেষ হতে ১০-১২ দিন লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত