Ajker Patrika

খানাখন্দের এক সড়কে ভোগান্তি পদে পদে

রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর) 
আপডেট : ২৯ মে ২০২২, ০৯: ১১
খানাখন্দের এক সড়কে ভোগান্তি পদে পদে

বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গাজীপুরের জয়দেবপুর থেকে পুবাইল সড়ক। গুরুত্বপূর্ণ ৯ কিলোমিটার সড়কটির পুরোটাই খানাখন্দে ভরা। সড়কের মধ্যে দেখা দিয়েছে বড় বড় গর্ত। সড়কের বেশির ভাগ অংশের পিচ ইতিমধ্যে উঠে গিয়ে সড়কটি পরিণত হয়েছে মাটির কোনো রাস্তায়।

সড়কটির কোনো কোনো স্থানে ইট সয়েলিং করে কোনোমতে যানবাহন চলাচল করছে। কয়েক বছর ধরে সড়কটি এভাবে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। এই সড়কে প্রতিদিন হাজারো যানবাহন আর মানুষের যাতায়াত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বাঙ্গালগাছ এলাকার সড়কটিতে বেশ কয়েকটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী প্রতিটি যানবাহনকে থেমে থেমে চলতে হয়। অনেক যানবাহন এখানে উল্টে যায়। সড়কের নীলেরপাড়া এলাকায় পাখির স্বর্গ রিসোর্টের সামনে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে করে খুবই ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। এ ছাড়া সড়কে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গর্তের মধ্যে পানি জমে থাকে। পুরো ৯ কিলোমিটার সড়ক বর্তমান খানাখন্দে ভরা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গাজীপুর শহরের মহিলা কলেজের সামনে থেকে নীলেরপাড়া হয়ে পুবাইল কলেজ গেট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়কটি তিন বছর আগে সংস্কার করে গাজীপুর সিটি করপোরেশন। এরপর আর সড়কের সংস্কারকাজে হাত দেয়নি সংশ্লিষ্টরা। এই রাস্তা দিয়ে মালভর্তি ট্রাক, বড় বড় লরি, লেগুনা এবং সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এ ছাড়া সিলেট থেকে জয়দেবপুর চৌরাস্তাগামী যাত্রীবাহী বাস এ সড়ককে বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করে।

স্থানীয় বাসিন্দা শাহ্ জামান বলেন, ‘গাজীপুর মহানগরীর এই গুরুত্বপূর্ণ সড়কে কয়েক বছর ধরে খানাখন্দ হয়ে আছে। দিন দিন সড়কে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। যানবাহন এখানে খুবই ঝুঁকি নিয়ে চলাচল করছে।’

নীলেরপাড়ের বাসিন্দা আব্দুল বাতেন বলেন, ‘আর কত সময় গেলে সড়ক সংস্কার করা হবে? চলাচল যে কত কষ্ট, এটা কেবল আমরা অনুভব করতে পারি! আমাদের এলাকার রোগী এবং শিক্ষার্থীদের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে।’

অটোরিকশাচালক সুলতান মিয়া বলেন, ‘প্রতিদিন রিকশার কাজ করাতে হয়। অনেক সময় খানাখন্দের কারণে অটোরিকশা উল্টে যায়। যাত্রী ও আমরা চালকেরা সব সময় ঝুঁকির মধ্যে থাকি। অবিলম্বে এ সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।’

গাজীপুর মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন বলেন, ‘সড়কটি সংস্কার করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সংস্কারকাজ শুরু হবে।’

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী মজিবুর রহমান কাজল বলেন, ‘রাস্তাটি প্রশস্ত করার কাজ চলছে। দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন হবে। সড়কটি ৬০ ফুট প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। জমি অধিগ্রহণ শেষ হলেই সড়কটির সংস্কারকাজ শুরু হবে। এতে আরও অন্তত ১ বছর সময় লাগতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত