মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর-নাকোল সড়কে সরকারি রাস্তার দুই পাশে গাছ রেখে স’ মিল ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে স ‘মিলে চিরাই করতে আনা বিভিন্ন প্রজাতির গাছ রাস্তার পাশে রেখে জনভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। এভাবে দীর্ঘদিন ধরে স’মিলের ব্যবসা পরিচালিত হয়ে আসছে সেখানে।
স’মিলের মালিক ও ব্যবসায়ীরা প্রতিদিনই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে গাছ এনে রাস্তার দু পাশে ফেলে জমাট (স্তূপ) করে রাখছে। ফলে বিভিন্ন সময় ঘটছে মারাত্মক দুর্ঘটনা। এ ছাড়া ট্রাক, ট্রলি ও ভ্যান স’মিলের সামনে ঘণ্টার পর ঘণ্টা থামিয়ে গাছ ওঠা নামা করায় রাস্তার দু পাশে যানবাহন আটকে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী সহসাধারণ পথচারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি।
শ্রীপুর হতে নাকোল সড়কের পাশে ৬টি স’মিল গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে, কাজলি বাজারে হান্নান মোল্লার হান্নান স’মিল, আমতৈল বাজারে কাসেম মোল্লার কাসেম স’মিল, সব্দালপুর বাজারে সিরাজুল ইসলামের আমিনউদ্দীন স’মিল, রাধানগর বাজারে মালেক বিশ্বাসের মালেক স’মিল ও নাকোল বাজারে সিফাতুল ইসলামের প্যাসিফিক টিম্বার্স অ্যান্ড স’মিল নামে ২টি স’মিল।
গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শ্রীপুর হতে নাকোল ব্যস্ততম সড়কের প্রায় প্রতিটি বাজার সংলগ্ন স’মিল গড়ে উঠেছে। শ্রীপুর থেকে নাকোল যেতে প্রথমেই চোখে পড়ে কাজলি বাজারের পাশে গড়ে ওঠা হান্নান স’মিল। সড়কের সরকারি জায়গার ওপর গাছ রেখে দীর্ঘদিন জমজমাট ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এ ছাড়া কাজলি বাজার থেকে প্রায় আমতৈল বাজার, আমতৈল বাজার থেকে তারাউজিয়াল, সব্দালপুর বাজারে প্রবেশ মুখে, রাধানগর ও নাকোল বাজারে প্রবেশের সময় এমন দৃশ্য চোখে পড়ে।
এ বিষয়ে হান্নান স’মিলের মালিক হান্নান মোল্লা বলেন, ‘কেউ এ বিষয়ে কোনো দিন বলেনি। গাছের লগ এভাবে রাখলে সমস্যা হয়। কেউ বললে সরিয়ে নেব। তবে মিল এলাকার বাইরে আমরা রাখি না, ব্যবসায়ীরা রাখে। সে দায়ভার আমাদের না।’
আমিনউদ্দীন স’মিলের মালিক সিরাজুল ইসলাম ও প্যাসিফিক টিম্বার্স অ্যান্ড স’মিলের মালিক সিফাতুল ইসলাম বলেন, ‘গুরুত্বপূর্ণ রাস্তার পাশে গাছের গুঁড়ি এভাবে রাখা ঠিক না আমরাও বুঝি। তবে এগুলো আমরা রাখি না, ব্যবসায়ীরা রাখে।’
এ বিষয়ে ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, ‘আমরা গাছগুলো রাস্তা থেকে দূরেই রেখেছি। তবে যত দূর রাখার প্রয়োজন জায়গার অভাবে পারছি না।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কণ্ডু জানান, সরকারি জায়গায় ওপর গাছ রেখে জনভোগান্তি সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করার কোনো সুযোগ নেই। যদি এমনই হয় অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর-নাকোল সড়কে সরকারি রাস্তার দুই পাশে গাছ রেখে স’ মিল ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে স ‘মিলে চিরাই করতে আনা বিভিন্ন প্রজাতির গাছ রাস্তার পাশে রেখে জনভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। এভাবে দীর্ঘদিন ধরে স’মিলের ব্যবসা পরিচালিত হয়ে আসছে সেখানে।
স’মিলের মালিক ও ব্যবসায়ীরা প্রতিদিনই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে গাছ এনে রাস্তার দু পাশে ফেলে জমাট (স্তূপ) করে রাখছে। ফলে বিভিন্ন সময় ঘটছে মারাত্মক দুর্ঘটনা। এ ছাড়া ট্রাক, ট্রলি ও ভ্যান স’মিলের সামনে ঘণ্টার পর ঘণ্টা থামিয়ে গাছ ওঠা নামা করায় রাস্তার দু পাশে যানবাহন আটকে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী সহসাধারণ পথচারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি।
শ্রীপুর হতে নাকোল সড়কের পাশে ৬টি স’মিল গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে, কাজলি বাজারে হান্নান মোল্লার হান্নান স’মিল, আমতৈল বাজারে কাসেম মোল্লার কাসেম স’মিল, সব্দালপুর বাজারে সিরাজুল ইসলামের আমিনউদ্দীন স’মিল, রাধানগর বাজারে মালেক বিশ্বাসের মালেক স’মিল ও নাকোল বাজারে সিফাতুল ইসলামের প্যাসিফিক টিম্বার্স অ্যান্ড স’মিল নামে ২টি স’মিল।
গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শ্রীপুর হতে নাকোল ব্যস্ততম সড়কের প্রায় প্রতিটি বাজার সংলগ্ন স’মিল গড়ে উঠেছে। শ্রীপুর থেকে নাকোল যেতে প্রথমেই চোখে পড়ে কাজলি বাজারের পাশে গড়ে ওঠা হান্নান স’মিল। সড়কের সরকারি জায়গার ওপর গাছ রেখে দীর্ঘদিন জমজমাট ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এ ছাড়া কাজলি বাজার থেকে প্রায় আমতৈল বাজার, আমতৈল বাজার থেকে তারাউজিয়াল, সব্দালপুর বাজারে প্রবেশ মুখে, রাধানগর ও নাকোল বাজারে প্রবেশের সময় এমন দৃশ্য চোখে পড়ে।
এ বিষয়ে হান্নান স’মিলের মালিক হান্নান মোল্লা বলেন, ‘কেউ এ বিষয়ে কোনো দিন বলেনি। গাছের লগ এভাবে রাখলে সমস্যা হয়। কেউ বললে সরিয়ে নেব। তবে মিল এলাকার বাইরে আমরা রাখি না, ব্যবসায়ীরা রাখে। সে দায়ভার আমাদের না।’
আমিনউদ্দীন স’মিলের মালিক সিরাজুল ইসলাম ও প্যাসিফিক টিম্বার্স অ্যান্ড স’মিলের মালিক সিফাতুল ইসলাম বলেন, ‘গুরুত্বপূর্ণ রাস্তার পাশে গাছের গুঁড়ি এভাবে রাখা ঠিক না আমরাও বুঝি। তবে এগুলো আমরা রাখি না, ব্যবসায়ীরা রাখে।’
এ বিষয়ে ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, ‘আমরা গাছগুলো রাস্তা থেকে দূরেই রেখেছি। তবে যত দূর রাখার প্রয়োজন জায়গার অভাবে পারছি না।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কণ্ডু জানান, সরকারি জায়গায় ওপর গাছ রেখে জনভোগান্তি সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করার কোনো সুযোগ নেই। যদি এমনই হয় অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪