Ajker Patrika

মূল পর্বে খেলার স্বপ্ন ছোটনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

এএফসি অনূর্ধ্ব-১৬ এশিয়ান কাপের মূল পর্বে দুই বার খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। বাছাইপর্বের প্রতিপক্ষ কঠিন হলেও আবারও বাধা পেরিয়ে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের।

এক মাসের ব্যবধানে বয়সভিত্তিক নারী এশিয়ান কাপে দুটি বাছাইপর্ব খেলবে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের ড্র হয়েছে গতকাল। এএফসি অনূর্ধ্ব-২০ নারীদের বাছাই চ্যাম্পিয়নশিপে ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে ইরান ও তুর্কমেনিস্তান। মার্চে শুরু হবে বাছাইপর্ব। এবার বাছাইপর্বের স্বাগতিক বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে ‘ডি’ গ্রুপে পড়েছে লাল-সবুজের মেয়েরা। সিঙ্গাপুর, আরব আমিরাত ও তুর্কমেনিস্তান বাংলাদেশের প্রতিপক্ষ। এপ্রিলে সিঙ্গাপুরে হবে গ্রুপের সব ম্যাচ। শক্তিশালী প্রতিপক্ষ পেয়ে ভালো প্রতিদ্বন্দ্বিতার আশা বাংলাদেশ কোচ ছোটনের। বলেছেন, ‘যেহেতু মার্চ-এপ্রিলে খেলা, প্রস্তুতির জন্য ভালো সময় আছে। ভালো লড়াই হবে। সাফে ভালো খেলার অভিজ্ঞতা অনেক কাজে লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত