Ajker Patrika

সিরিয়াল

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৮: ৫৬
সিরিয়াল

কালার্স বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘টুম্পা অটোওয়ালি’। সিরিয়ালের অটোচালকের ভূমিকায় পাওয়া যাবে ‘মোমপালক’খ্যাত অভিনেত্রী ডোনা ভৌমিককে। নারীর ক্ষমতায়নই সিরিয়ালের মূল বিষয়।

টুম্পা তার বাড়ির একমাত্র উপার্জনকারী। পরিবারের সব সদস্যের চাহিদা পূরণের দায়ভার তার কাঁধে। তাই সংসার চালানোর পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে টুম্পা নিয়েছে অটো চালানোর কাজ। অনেকেই ভ্রু কুচকায়, কেউ কেউ অবাক হয় আবার কেউ কেউ বিরক্ত। ওসব গায়ে মাখে না টুম্পা। সে অটো চালায় আবার কলেজেও যায়। এমনই এক ছকভাঙা চরিত্রে অভিনয় করছেন ডোনা। খুব শিগগিরই কালার্স টেলিভিশনের পর্দায় আসছে ধারাবাহিকটি। কেন্দ্রীয় চরিত্রে নারীদের নিয়ে এমন ধারাবাহিক এখন জনপ্রিয় হচ্ছে। তাই নির্মাতাদের প্রত্যাশা, এই সিরিয়ালের বেলায়ও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

 এরই মধ্যে, ‘টুম্পা অটোওয়ালি’ সিরিয়ালের প্রোমো প্রকাশ হয়েছে। প্রোমোতে দেখা যাচ্ছে, টুম্পা তার অটো চালাচ্ছে এবং একজন ‘নারী’ অটোচালককে নিয়ে যাত্রীদের মনে সন্দেহ, ঠিক সময়মতো সুস্থভাবে গন্তব্যে পৌঁছাতে পারবে কি তারা। টুম্পা খুব একটা কর্ণপাত করে না এবং সময়মতো পৌঁছে দেয় সবাইকে। তার কথায়, ‘মেয়েরা তো প্লেনও চালায়, অটো চালালেই দোষ? আমি টুম্পা অটোওয়ালি, পৌঁছে দিই টাইমলি।’

নারী ক্রিকেটার (উমা), ফুটবলার (জয়ী), মিষ্টি বিক্রেতা (মিঠাই)-এর লড়াই তো চলছে টেলিভিশনে। এবার দেখার বিষয় ‘টুম্পা’ দর্শকমনে কতটা জায়গা করে নেয়। এদের টেক্কা দিয়ে টুম্পার দর্শকমনে জায়গা করে নেওয়া একটু কঠিন হলেও অসম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত