Ajker Patrika

রায় পেছানোয় হতাশ আবরারের মা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ৪৭
রায় পেছানোয় হতাশ আবরারের মা

ছেলের হত্যাকারীদের বিচারের রায় দেখতে গত রোববার সব কাজ শেষ করে টিভির সামনে বসে ছিলেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় হওয়ার কথা ছিল ওই দিন।

টিভিতে ছেলের হত্যাকারীদের পুলিশ আদালতে নিয়ে যাচ্ছে সেই দৃশ্য তিনি দেখেন। খবর শুরু হতেই চোখ দিয়ে পানি ঝরছিল তাঁর। পাশে ছিল আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ, কাকা আমিরুল ইসলাম, মামা আব্দুল কাদের।

দুপুর সোয়া ১২টার দিকে ফাইয়াজের মোবাইল ফোনে কল আসে আবরারের বাবা বরকত উল্লাহর। ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে তিনি জানান, ‘রায় ঘোষণা করা হবে আগামী ৮ ডিসেম্বর।’ এ কথা শুনে রুমে থাকা আবরারের মার চোখ থেকে পানি ঝরতে থাকে।

এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের হতাশ প্রতিক্রিয়া তুলে ধরেন তিনি। বলেন, ‘বড় আশা করছিলাম আজ মামলার রায় হবে। খুনিদের উপযুক্ত শাস্তির কথা শুনব। কিন্তু রায় না হওয়ায় সাংঘাতিক কষ্ট পেলাম।’

তিনি বলেন, আশা করছি ৮ ডিসেম্বর রায় ঘোষণা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

আবরার ফাহাদের মা আরো বলেন, ‘আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হয়তো সম্পূর্ণ রায় প্রস্তুত হয়নি। তাই তা ঘোষণা করা হয়নি। আদালতের ওপর আমাদের বিশ্বাস আছে। আসামিদের উপযুক্ত শাস্তি হবে।’ তিনি বলেন, ‘আমরা চাই তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ বলেন, রায় ঘোষণা না হওয়ার কারণ জানি না। তবে রায় যখনই হোক আসামিদের উপযুক্ত শাস্তি হবে বলে আশা রাখি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত