Ajker Patrika

বিনা অজুহাতে চাকরি যাবে না ব্যাংকারদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৯: ৫০
বিনা অজুহাতে চাকরি যাবে না ব্যাংকারদের

সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়া শুধু লক্ষ্য অর্জনে ব্যর্থতা বা অদক্ষতার অজুহাতে কোনো ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীর চাকরিচ্যুত না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতির ক্ষেত্রে প্রতিষ্ঠানের মুনাফা লক্ষ্য পূরণকে শর্ত হিসেবে আরোপ না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতে শৃঙ্খলা, সুশাসন ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভিন্ন ব্যাংকের শিক্ষানবিশ সহকারী কর্মকর্তা, ট্রেইনি সহকারী, ক্যাশ অফিসার এবং সমপর্যায়ের কর্মকর্তাদের চাকরিতে প্রবেশকালীন বেতন-ভাতা ন্যূনতম ২৮ হাজার টাকা করতে হবে। আর শিক্ষানবিশকাল শেষ হওয়ার পর কর্মকর্তাদের প্রারম্ভিক মূল বেতনসহ ন্যূনতম বেতন ৩৯ হাজার টাকা করতে হবে। এ ছাড়া মেসেঞ্জার বা পরিচ্ছন্নতাকর্মী অথবা নিরাপত্তাকর্মী কিংবা অফিস সহায়ক সমপর্যায়ের পদে সর্বনিম্ন প্রারম্ভিক বেতন-ভাতা ২৪ হাজার টাকা করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত