Ajker Patrika

২৫ বছরেই ইউপি সদস্য ক্রাখাইঞো মারমা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ৪২
২৫ বছরেই ইউপি সদস্য ক্রাখাইঞো মারমা

খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাত্র ২৫ বছর বয়সে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন ক্রাখাইঞো মারমা। চতুর্থ ধাপে নির্বাচনে ৩ ইউপিতে নির্বাচিত ৩৯ জন জনপ্রতিনিধির মধ্যে এই কৃতিত্ব অর্জন করেন।

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৯ জন সংরক্ষিত সদস্য ও ২৭ জন সাধারণ সদস্য পদে নির্বাচিত হন। এর মধ্যে সর্ব কনিষ্ঠ ক্রাখাইঞো মারমা সাবেক ইউপি সদস্য আপ্রুসি মারমার মেয়ে। এইচএসসি পেরোনো ক্রাখাইঞো সংসার জীবনে কন্যা সন্তানের জননী।

উপজেলার সদর ইউপির ১ নম্বর ওয়ার্ডে ২০১৬ সালে সাধারণ সদস্য পদে নির্বাচিত হন আপ্রুসি মারমা। এবার তাঁর মেয়ে ক্রাখাইঞো মারমা গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন। এবার ওই আসনে ৫ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। এতে ১ হাজার ৫১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ক্রাখাইঞো। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক নারী সদস্য শিউলী বেগম পেয়েছেন ১ হাজার ৪৭৩ ভোট।

ক্রাখাইঞো মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা গত ২০১৬ সালে বিপুল ভোটে ১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সাধারণ সদস্য। এই নির্বাচনে বাবা প্রতিদ্বন্দ্বিতা না করায় পরিবারের সিদ্ধান্তে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটে বিজয়ী হই। কলেজজীবন শেষে সংসার জীবনে এক সন্তান, স্বামী ও শ্বশুর-শাশুড়ি নিয়ে আমার সুখের সংসার। তবে এখন পিতার উত্তরসূরি হিসেবে জনগণের কল্যাণে নিজেকে তুলে ধরতে চাই।’

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম মহীউদ্দীন বলেন, ‘এখানের ৩ ইউপিতে মনোনয়নপত্র বাছাইকালে সর্ব কনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী ক্রাখাইঞো মারমার বয়স নিয়ে হিসাব কষতে হয়েছে। এতে দেখা গেল ২৫ বছর ২ মাস বয়সে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী আর কারও বয়স এত কম ছিল না। নির্বাচনে বিপুল ভোটে সংরক্ষিত সদস্য নির্বাচিতও হয়েছেন তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত