নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী থানার হাজতে ছেলে। খবর পেয়ে দেখা করতে এসেছেন মধ্যবয়সী এক মা। হাজতের লোহার গ্রিলের দুই পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন মা-ছেলে। এ সময় হাজতখানায় এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। মা ছেলেকে বলেন, ‘উনি তো বেঁচে নেই।’ ছেলে বলে, ‘আরে আমি জানি, আমি তো ওই মামলায় গ্রেপ্তার হইনি। অন্য মামলায় গ্রেপ্তার হয়েছি। তুমি চিন্তা করো না।’
মা-ছেলের এমন কথোপকথন হাজতখানার নিরাপত্তারক্ষী একটু দূরে দাঁড়িয়ে অস্পষ্টভাবে শোনেন। এবার তিনি তাঁদের কাছে এসে দাঁড়ান। আরও কিছু শোনার চেষ্টা করেন।
ওই নিরাপত্তারক্ষী বুঝতে পারেন, কোনো হত্যাকাণ্ড নিয়ে কথা বলছেন মা-ছেলে। নিরাপত্তারক্ষী তাঁর সন্দেহের কথা থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে সাক্ষাৎ শেষে মা চলে গেলে হাজতে থাকা ছেলেকে যাত্রাবাড়ী থানা-পুলিশ জেরা করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, যাত্রাবাড়ীতে গত শনিবার রাতে ছুরিকাঘাতে নিহত পোশাকশ্রমিক খলু মিয়া ওরফে খলিলকে (২৮) হত্যা করেন তিনি। এরপর হাজতে থাকা তরুণকে খলিল হত্যায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ওই তরুণের নাম আরিফ (২৩)।
যাত্রাবাড়ী থানা-পুলিশের একটি সূত্র জানিয়েছে, শনিবার যাত্রাবাড়ীর ধলপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পোশাকশ্রমিক খলিল ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। এই ছিনতাইয়ের নেতৃত্বে ছিলেন আরিফ। সোমবার আদালতের একটি পরোয়ানায় আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আরিফের মা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। হাজতে মা ও ছেলের কথোপকথনের সূত্র ধরে খলিল হত্যার সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতা পায় পুলিশ। আরিফকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুরো ছিনতাই চক্রের সন্ধান পায় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ছিনতাইয়ের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো চক্রকে গ্রেপ্তারে কাজ করছে থানা-পুলিশ।
শনিবার রাতে পোশাকশ্রমিক খলিল তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ থেকে নারায়ণগঞ্জের বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ীর ধলপুরের বউবাজার এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি। তাঁকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে খলিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রাজধানীর যাত্রাবাড়ী থানার হাজতে ছেলে। খবর পেয়ে দেখা করতে এসেছেন মধ্যবয়সী এক মা। হাজতের লোহার গ্রিলের দুই পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন মা-ছেলে। এ সময় হাজতখানায় এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। মা ছেলেকে বলেন, ‘উনি তো বেঁচে নেই।’ ছেলে বলে, ‘আরে আমি জানি, আমি তো ওই মামলায় গ্রেপ্তার হইনি। অন্য মামলায় গ্রেপ্তার হয়েছি। তুমি চিন্তা করো না।’
মা-ছেলের এমন কথোপকথন হাজতখানার নিরাপত্তারক্ষী একটু দূরে দাঁড়িয়ে অস্পষ্টভাবে শোনেন। এবার তিনি তাঁদের কাছে এসে দাঁড়ান। আরও কিছু শোনার চেষ্টা করেন।
ওই নিরাপত্তারক্ষী বুঝতে পারেন, কোনো হত্যাকাণ্ড নিয়ে কথা বলছেন মা-ছেলে। নিরাপত্তারক্ষী তাঁর সন্দেহের কথা থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে সাক্ষাৎ শেষে মা চলে গেলে হাজতে থাকা ছেলেকে যাত্রাবাড়ী থানা-পুলিশ জেরা করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, যাত্রাবাড়ীতে গত শনিবার রাতে ছুরিকাঘাতে নিহত পোশাকশ্রমিক খলু মিয়া ওরফে খলিলকে (২৮) হত্যা করেন তিনি। এরপর হাজতে থাকা তরুণকে খলিল হত্যায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ওই তরুণের নাম আরিফ (২৩)।
যাত্রাবাড়ী থানা-পুলিশের একটি সূত্র জানিয়েছে, শনিবার যাত্রাবাড়ীর ধলপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পোশাকশ্রমিক খলিল ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। এই ছিনতাইয়ের নেতৃত্বে ছিলেন আরিফ। সোমবার আদালতের একটি পরোয়ানায় আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আরিফের মা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। হাজতে মা ও ছেলের কথোপকথনের সূত্র ধরে খলিল হত্যার সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতা পায় পুলিশ। আরিফকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুরো ছিনতাই চক্রের সন্ধান পায় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ছিনতাইয়ের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো চক্রকে গ্রেপ্তারে কাজ করছে থানা-পুলিশ।
শনিবার রাতে পোশাকশ্রমিক খলিল তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ থেকে নারায়ণগঞ্জের বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ীর ধলপুরের বউবাজার এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি। তাঁকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে খলিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪