Ajker Patrika

অন্তর্জাল সিনেমার গানে চিরকুট

অন্তর্জাল সিনেমার গানে চিরকুট

ব্যান্ডের পাশাপাশি সিনেমায়ও জনপ্রিয় গান উপহার দিয়েছে চিরকুট। বিশেষ করে ‘টেলিভিশন’ সিনেমার ‘কানামাছি’, ‘আয়নাবাজি’ সিনেমার ‘দুনিয়া’, ‘ডুব’ সিনেমার ‘আহা রে জীবন’ গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে। সর্বশেষ ‘বিউটি সার্কাস’ সিনেমায় শোনা গেছে চিরকুটের ‘বয়ে যাও নক্ষত্র’ গানটি। এ ধারাবাহিকতায় নতুন আরও এক সিনেমার জন্য গান করল ব্যান্ডটি। ‘রোবট’ শিরোনামের গানটি ব্যবহার করা হবে দীপঙ্কর দীপন পরিচালিত অন্তর্জাল সিনেমায়। গানটি লেখার পাশাপাশি সুর করেছেন চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি।

গানের ভিডিওতেও দেখা যাবে চিরকুট ব্যান্ডকে। বুধবার রাতে বনানী মাঠে শুটিংয়ে অংশ নেন ব্যান্ডের সদস্যরা। শুটিং থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় সুমি লেখেন, ‘হৃদয় বন্ধক দেওয়া গানের শুটিং থেকে ফিরলাম মাত্র। আমাদের ২১ বছরের মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরেকটি চলচ্চিত্রের গান।’

এ বিষয়ে সুমি বলেন, ‘গানটি নিয়ে কথা বলা নিষেধ আছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। তবে এটুকু বলতে পারি, রোবট গানটি দর্শকদের ভালো লাগবে।’ 
সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার সিনেমা অন্তর্জাল। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল। কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ৮ মে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে চিরকুট। এ নিয়ে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছে দলটি। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’ শিরোনামে মোট ১০টি কনসার্ট করবে দলটি। তাদের প্রথম কনসার্ট হবে ১৩ মে বোস্টনে। এরপর ১৯ মে নিউইয়র্ক, ২৪ মে শিকাগো, ৩ জুন অস্টিন, ৪ জুন ডালাস, ১০ জুন সানফ্রান্সিসকো, ১১ জুন আরিজোনা, ১৬ জুন ওকলাহোমা, ১৮ জুন সিটল, ২৪ জুন ভার্জিনিয়ায় গান পরিবেশন করবে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত