Ajker Patrika

মঞ্চে ঢাকা থিয়েটারের ‘মেডিয়া’

মঞ্চে ঢাকা থিয়েটারের ‘মেডিয়া’

রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হলো গ্রিক ধ্রুপদি নাটক ‘মেডিয়া’। ঢাকা থিয়েটারের প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবির হিমু। বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন ঢাকা থিয়েটারের ৫১তম প্রযোজনা এটি। গ্রিক নাট্যকার ইউরিপিডিসের লেখা নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম।

গ্রিক ট্র্যাজেডি রচয়িতা ইউরিপিডিসের অন্যতম রচনা ‘মেডিয়া’। একজন নারীকে তার স্বামী কীভাবে নিগৃহীত ও অকিঞ্চিৎকরভাবে ব্যবহার করে তার পুরুষতান্ত্রিক যৌন ইচ্ছা ও উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে এবং সেই নারী কীভাবে তার প্রতিশোধ নেয়, তাই তুলে ধরা হয়েছে নাটকে।

ঢাকা থিয়েটারের দলপ্রধান নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘ঢাকা থিয়েটার দেশজ নাট্যধারা চর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিশ্ব নাট্যধারারও চর্চা করে আসছে। মেডিয়া এই ধারার নবম প্রযোজনা। এর আগে উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘টেম্পেস্ট’ ও বার্টোল্ট ব্রেখটের ‘ধূর্ত উই’ মঞ্চায়ন করে প্রশংসা কুড়িয়েছে ঢাকা থিয়েটার।’

মেডিয়া নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ, আলোক পরিকল্পনায় ওয়াসিম আহমেদ, কোরিওগ্রাফি মোফাসসাল আল আলিফ। গতকালের উদ্বোধনী প্রদর্শনীর পরে আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৪টা এবং সন্ধ্যা ৭টায় আরও দুটি প্রদর্শনী রয়েছে নাটকটির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত