Ajker Patrika

সোনামদ্দিন বন্দরে ৬ লাখ টাকার মালামাল চুরি

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৫৮
সোনামদ্দিন বন্দরে ৬ লাখ টাকার মালামাল চুরি

মুলাদীর সোনামদ্দিন বন্দরে এক দোকান থেকে ৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে বন্দরের রিয়াজ স্টোরে এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোকানের চাল কেটে প্রবেশ করে মালামাল চুরি করে বলে জানিয়েছেন দোকান মালিক। এ ঘটনায় বন্দরের ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছেন।

রিয়াজ স্টোরের মালিক রিয়াজ হোসেন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। গতকাল শুক্রবার সকালে দোকানে এসে ক্যাশবক্স ভাঙা এবং মালামাল তছনছ অবস্থায় দেখতে পান। তাঁর ধারণা চোর দোকানের চালা কেটে প্রবেশ করে টাকা ও মালামাল চুরি করেছে।

রিয়াজ হোসেন আরও জানান, চোরচক্র দোকান থেকে নগদ ৮৪ হাজার টাকা, ৮০ হাজার টাকা মোবাইল রিচার্জ কার্ড এবং সাড়ে ৪ লাখ টাকার সিগারেট চুরি করে নিয়েছে। এলাকার চিহ্নিত চোরচক্র এর জড়িত থাকতে পারে।

বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক মোতালেব হোসেন বন্দরে চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোনামদ্দিন বন্দরে কোনো পাহারাদার নেই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তকে চিহ্নিত করা এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে সেনা সদরের প্রতিনিধিদল

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত