Ajker Patrika

হাজার পেরিয়ে ‘মান অভিমান’

আপডেট : ২৬ জুন ২০২২, ১০: ০৮
হাজার পেরিয়ে ‘মান অভিমান’

‘মান অভিমান’ সিরিয়ালের আজ বিশেষ দিন। দীপ্ত টিভির জনপ্রিয় এই ধারাবাহিক নাটক হাজার পর্বের মাইলফলক পূর্ণ করছে। আজ সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে মান অভিমান-এর ১০০০তম পর্ব।

২০১৯ সালের ৫ জানুয়ারি দীপ্ত টিভির পর্দায় প্রথম দেখা যায় মান অভিমান। সেই থেকে প্রায় সাড়ে তিন বছর ধারাবাহিকটি নিয়মিত প্রচারিত হচ্ছে। শুরু থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছে নাটকটি। বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় মান অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান, সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। পরিচালনা করছেন আশিস রায়। মান অভিমান ধারাবাহিকে অভিনয় করেছেন তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নোমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হকসহ অনেকে।

মান অভিমান নাটকের গল্প তৈরি হয়েছে মধ্যবিত্ত পরিবারের পাঁচটি মেয়েকে কেন্দ্র করে। ১০০০তম পর্বে দেখা যাবে, প্রথম স্ত্রী রানুকে বাড়িতে ফিরিয়ে আনার পর দ্বিতীয় স্ত্রী ফারিয়াকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় রাহাত। ফারিয়া এটা কিছুতেই মানতে পারে না। তার ভয়, সন্তানসম্ভবা রানুকে এবার রাহাতের সংসার থেকে সরানো কঠিন হবে। ফারিয়া রানুকে পটিয়ে রাহাতের সংসারে থেকে যেতে চায়। অন্যদিকে সে ভয়ানক চক্রান্ত করে রানুকে কীভাবে রাহাতের জীবন থেকে সরিয়ে দেওয়া যায়। ফারিয়া কি পারবে রানুকে সরিয়ে দিয়ে রাহাতের একমাত্র স্ত্রীর আসনে বসতে? এ প্রশ্ন সামনে রেখেই এগিয়ে যাবে মান অভিমান-এর পরবর্তী পর্বগুলোর গল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত