Ajker Patrika

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৪: ২২
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

নরসিংদীর রায়পুরার শ্রীরামপুর পৌরসভার উত্তরপাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষে তিন নারীসহ সাতজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গোলাম মোস্তফা ও কামাল মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়। বাড়ির পাশের রাস্তা দিয়ে বালুবোঝাই ট্রাক্টর যাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন গোলাম মোস্তফার মেয়ে মাহিনুর বিন্তে মোস্তফা, স্ত্রী শিস মহল সুলতানা, রুহুল আমিন, তাহের মিয়া, জাহার মিয়া, আম্বিয়া খাতুন, কামাল মিয়ার ছেলে আশরাফুল ইসলাম। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রুহুল আমিনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ নিয়ে মাহিনুর বিন্তে মোস্তফা বলেন, ‘প্রতিবেশী কামাল মিয়া বালুবোঝাই ট্রাক্টর নিয়ে বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের দেয়ালের ক্ষতি হয়। তখন ট্রাক্টর নিয়ে যেতে বাধা দিলে কামাল মিয়া অকথ্য ভাষায় আমার মাকে গালাগালি করে এবং আরও বালুবোঝাই ট্রাক্টর আনার হুমকি দেয়। পরে আমার মা স্থানীয় কমিশনারকে বিষয়টি জানিয়ে বাসায় আসার পথে কামাল ও তার লোকজন আবারও গালাগাল শুরু করে। এতে আমার বাবা প্রতিবাদ করতে গেলে কামাল ও তার লোকজন বাবাকে আটকায়। আমরা গেলে হামলা করে তারা। তখন আমি, আমার মা ও এক ভাই আহত হই।’

অন্যদিকে কামাল মিয়া বলেন, ‘বালুবাহী ট্রাক্টর ঢোকার পর থেকে মোস্তফার স্ত্রী গালাগালি শুরু করে। পরে বিষয়টি নিয়ে স্থানীয় কমিশনারের সঙ্গে কথা বলে ফেরার পথে আমার শালার ওপর তাদের পক্ষের লোকজন লাঠিসোঁটা দিয়ে হামলা করে। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করি। এ সময় আমার মা, শ্যালক, ছেলেসহ মোট চারজন আহত হন।’

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ‘উভয়পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত