Ajker Patrika

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

রকিবুল হাসান রবিন
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ৩২
উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

উপসালা বিশ্ববিদ্যালয় সুইডেনের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় । ১৪৭৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এর মধ্যে অন্যতম হচ্ছে গ্লোবাল বৃত্তি। আবেদনের যোগ্যতা পূরণ সাপেক্ষে একজন শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

উপসালা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। একাডেমিক র‍্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অনুযায়ী, ১০ বছরের অধিক সময় এটি বিশ্বের সেরা ৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে।

বৃত্তির সংখ্যা

এই বৃত্তির সংখ্যা নির্দিষ্ট নয়।

প্রোগ্রাম শুরু

উপসালা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের প্রোগ্রাম আগামী বছরের ২৯ আগস্ট থেকে শুরু হবে।

টার্গেট গ্রুপ

ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের দেশের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি বরাদ্দ।

বৃত্তির পরিমাণ

এই বৃত্তি শুধু টিউশন ফি বহন করবে। বসবাসের খরচ দেওয়া হবে না।

যোগ্যতা

গ্লোবাল স্কলারশিপের জন্য একজন আবেদনকারীর নিচের যোগ্যতা থাকতে হবে।

১. আবেদনকারীকে ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরের দেশের নাগরিক হতে হবে।

২. প্রাতিষ্ঠানিক মেধার পরিচয় দিতে হবে এবং শিক্ষার পরিবেশে থাকার আগ্রহ দেখাতে হবে।

৩. উপসালা বিশ্ববিদ্যালয়ের একটি মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনি উপসালা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পেতে পারেন।

৪. মাস্টার্স প্রোগ্রামে ভর্তির নির্দিষ্ট সময়ের আগেই অনলাইনে আবেদন করতে হবে।

৫. মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক শর্তাবলি পূরণ করতে হবে। আবেদন ফি এবং অন্য সব ডকুমেন্ট ডেডলাইনের আগেই ডিজিটালি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া

গ্লোবাল স্কলারশিপের জন্য আবেদনকারীকে শুরুতে চলতি বছরের ১৮ অক্টোবর থেকে আগামী বছরের ১৭ জানুয়ারির আগে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। মাস্টার্স প্রোগ্রাম অবশ্যই শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী হতে হবে।

মাস্টার্স প্রোগ্রামে আবেদনের পরে আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে।

নিচের লিংকে বৃত্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে:

বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বৃত্তিসংক্রান্ত সব তথ্য এবং বৃত্তির আবেদনপত্র পাওয়া যাবে।

অনুবাদ: রকিবুল হাসান রবিন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত