প্রতিনিধি, গৌরীপুর
একদিন আগেও ছিল সবুজ দুর্বা ঘাসে ঢাকা খেলার মাঠ। ছিল শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর কলকাকলীতে মুখর। সারা বছর চলে খেলাধুলা। দুই ঈদের নামাজ পড়ানো হয় এখানে। কিন্তু হঠাৎ করেই তা হয়ে গেল চাষের জমি।
ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্যরা মাঠে হাল চাষ করে বপন করে দিয়েছেন মাষকলাইয়ের বীজ। মাঠে হালচাষ করে বীজ বপন করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়া গ্রামে। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে গ্রামবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারক দিয়েছেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি আ. হেকিম, জমিদাতা হেলাল উদ্দিন, আবদুল হেলিম, সাইদুল ইসলাম, নজরুল ইসলাম মিলে মাঠটিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে মাষকলাইয়ের বীজ বুনে দিয়েছেন। এ ছাড়া মাঠে থাকা প্রায় তিন লাখ টাকার গাছও তাঁরা বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্বল্প পশ্চিম পাড়া গ্রামের আবুল বাসার জানান, পরিচালনা কমিটির সদস্য হেলাল উদ্দিনের বাবা মৌলানা আব্দুর রহিম ১৯৫৬ সালে ২ একর ৩০ শতাংশ জমি ঈদগাহ মাঠের জন্য ওয়াক্ফ করে দেন। সেই থেকে ওই জমিতে খেলাধুলা ও ঈদের জামায়াত চলে আসছে। জমিটি দখল করার জন্যই তাঁরা চাষাবাদ করেছেন।
গ্রামের বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা এ মাঠে খেলাধুলা ও ঈদের নামাজ পড়ছি। হঠাৎ করেই কমিটির লোকজন এখানে হালচাষ করে ফসল বুনে দিয়েছেন।’
গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীন বলেন, ‘প্রায় শতবর্ষী এ মাঠটি এলাকার শিশু-কিশোরদের একমাত্র খেলার মাঠ। দখল করার উদ্দেশ্যেই পরিচালনা কমিটির সদস্যরা মাঠে হাল চাষ করেছেন।’
এ বিষয়ে স্বল্প পশ্চিম পাড়া ঈদগা মাঠ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হেকিম বলেন, ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য চাষাবাদ করা হয়েছে। এখানে খেলাধুলা করার কোনো নিয়ম নেই বলে দাবি করেন তিনি।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। ঈদগাহ মাঠটি ওয়াকফকৃত সম্পত্তি। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
একদিন আগেও ছিল সবুজ দুর্বা ঘাসে ঢাকা খেলার মাঠ। ছিল শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর কলকাকলীতে মুখর। সারা বছর চলে খেলাধুলা। দুই ঈদের নামাজ পড়ানো হয় এখানে। কিন্তু হঠাৎ করেই তা হয়ে গেল চাষের জমি।
ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্যরা মাঠে হাল চাষ করে বপন করে দিয়েছেন মাষকলাইয়ের বীজ। মাঠে হালচাষ করে বীজ বপন করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটেছে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়া গ্রামে। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে গ্রামবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারক দিয়েছেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি আ. হেকিম, জমিদাতা হেলাল উদ্দিন, আবদুল হেলিম, সাইদুল ইসলাম, নজরুল ইসলাম মিলে মাঠটিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে মাষকলাইয়ের বীজ বুনে দিয়েছেন। এ ছাড়া মাঠে থাকা প্রায় তিন লাখ টাকার গাছও তাঁরা বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্বল্প পশ্চিম পাড়া গ্রামের আবুল বাসার জানান, পরিচালনা কমিটির সদস্য হেলাল উদ্দিনের বাবা মৌলানা আব্দুর রহিম ১৯৫৬ সালে ২ একর ৩০ শতাংশ জমি ঈদগাহ মাঠের জন্য ওয়াক্ফ করে দেন। সেই থেকে ওই জমিতে খেলাধুলা ও ঈদের জামায়াত চলে আসছে। জমিটি দখল করার জন্যই তাঁরা চাষাবাদ করেছেন।
গ্রামের বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা এ মাঠে খেলাধুলা ও ঈদের নামাজ পড়ছি। হঠাৎ করেই কমিটির লোকজন এখানে হালচাষ করে ফসল বুনে দিয়েছেন।’
গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীন বলেন, ‘প্রায় শতবর্ষী এ মাঠটি এলাকার শিশু-কিশোরদের একমাত্র খেলার মাঠ। দখল করার উদ্দেশ্যেই পরিচালনা কমিটির সদস্যরা মাঠে হাল চাষ করেছেন।’
এ বিষয়ে স্বল্প পশ্চিম পাড়া ঈদগা মাঠ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হেকিম বলেন, ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য চাষাবাদ করা হয়েছে। এখানে খেলাধুলা করার কোনো নিয়ম নেই বলে দাবি করেন তিনি।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। ঈদগাহ মাঠটি ওয়াকফকৃত সম্পত্তি। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১০ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১০ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১০ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫