Ajker Patrika

শ্রীলঙ্কা বলেই কি ভারতের ভাবনা

শ্রীলঙ্কা বলেই কি ভারতের ভাবনা

বড় মঞ্চে শ্রীলঙ্কাকে ফেবারিট মনে করেন, এমন লোকের সংখ্যা বলতে গেলে হাতে গোনা। অথচ তাদের ঘরেই রয়েছে আইসিসির সব শিরোপা। এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাও জিতেছে লঙ্কানরা। এমন এক আগুনমুখা দলকে হিসেবে না রাখাটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়।

আন্ডারডগ তকমা নিয়ে চমক দেখিয়ে ফাইনাল খেলা নতুন কিছু নয় শ্রীলঙ্কার। সেটি দেখাল এবারের এশিয়া কাপেও। গত বছর টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এসিসির সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে ভারত-পাকিস্তান ফাইনাল হতে দেয়নি লঙ্কানরা। এবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়েছে তাদের হাতে। সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হিসাবে না রেখে কি পারে ভারত!

 আজ কলম্বোয় এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে তাই এক ‘ম্যারাথন মিটিং’য়েও বসলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগারকার, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে ম্যাচের স্বার্থে পরিকল্পনা রাখা হয়েছে গোপন।

ভারত গোপন কৌশল আঁটলেই দাসুন শানাকা জানিয়ে দিয়েছেন তাঁরা প্রস্তুত ফাইনালের জন্য। লঙ্কান অধিনায়ক দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে বললেন, ‘অবশ্যই, আমরা ফাইনালের জন্য প্রস্তুত। দেখা যাক, সবকিছু নির্ভর করছে পিচের ওপর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত